বাংলা নিউজ > বায়োস্কোপ > RG Kar-Rituparna: ‘মেয়ের যোনিতে আপনার জাতের সম্মান…’! আরজি কর নিয়ে ক্রমাগত প্রতিবাদ ঋতুপর্ণা সেনগুপ্তের

RG Kar-Rituparna: ‘মেয়ের যোনিতে আপনার জাতের সম্মান…’! আরজি কর নিয়ে ক্রমাগত প্রতিবাদ ঋতুপর্ণা সেনগুপ্তের

ধর্ষণ ও ধর্ষণের শিকার হওয়া মহিলাদের নিয়ে কী বলছেন ঋতুপর্ণা সেনগুপ্ত?

ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে কলকাতায় এসে প্রতিবাদে সামিল হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ধর্ষণ ও ধর্ষণের শিকার হওয়া মহিলাদের নিয়ে কী বর্তা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত?

আরজি করে মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণ নিয়ে উত্তাল গোটা বাংলার মানুষ। যদিও এখন আর এটি এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে গিয়েছে চারদিকে। আপাতত তারকা থেকে সাধারণ মানুষ, সকলেরই মনে যেন নেই কোনও শান্তি। ক্রমাগত প্রতিবাদ চলছে পথে, সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে কলকাতায় এসে প্রতিবাদে সামিল হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়াতেও ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা নিয়ে তুললেন আওয়াজ।

কমলা ভাসিনের একটি ভিডিয়ো শেয়ার করলেন ঋতুপর্ণা সোশ্যাল মিডিয়াতে। যা আমির খানের শো সত্যমেব জয়তে-র একটি অংশ। যেখানে নারী উন্নয়ন ও স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলা সমাজকর্মী কমলা ভাসিনের কিছু বক্তব্য রয়েছে।

কমলা ভাসিন আমির খানের সামনে বসে বলছেন, ‘ধর্ষণ হল। লোক বলে এর মান-সম্মান নষ্ট হয়েছে। কেন আমার মান সম্মান নষ্ট হবে। আমার সম্মান কে রেখেছিল আমার যোনিতে? এটা পিতৃতান্ত্রিক ভাবনা যে, আমার ধর্ষণ হয়েছে মানে, আমার সম্মান নষ্ট হয়েছে। আমার জাতের সম্মান নষ্ট হয়েছে। আমি আজ সবাইকে বলতে চাই, কোনও মেয়ের যোনিতে আপনার জাতের সম্মান রেখেছেন কেন? আমরা তো আমাদের (সম্মান) রাখিনি। ধর্ষণে কারও যদি সম্মান যায়, তাহলে সেটা ধর্ষকের। আমাদের না।’

ঋতুপর্ণা এই ভিডিয়ো শেয়ার করে যে বার্তা দিতে চেয়েছেন তা স্পষ্ট। এক নেটিজেন মন্তব্য করেন, ‘একদম ঠিক কথা।’ দ্বিতীয়জন লেখেন, ‘খুব সত্যি কথা স্পষ্টভাবে তুলে ধরেছে। ভীষণ মন ছুঁয়ে গেল। চোখে জল এনে দিল’। যদিও কেউ কেউ এখানেও ট্রোল করতে ছাড়লেন না ঋতুপর্ণাকে। একজন লিখলেন, ‘দিদি তুমি কি শাঁখ বাজানোটা শিখলে?’ অপরজন লেখেন, ‘বলছি, সন্দীপ ঘোষ চাকরি থেকে বরখাস্ত হচ্ছে না কেনো?’

বৃষ্টিভেজা সন্ধ্যায় আর্টিস্ট ফোরামের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দেশের বাইরে থাকায় রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে পারেননি এতদিন। তবে এবার আসলেন নিজের প্রাণের শহরে। মোমবাতি জ্বালিয়ে এদিন মৃতার আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর সুবিচারের দাবি জোরালো করেন ঋতুপর্ণা শনিবারে। সঙ্গে শাঁখ বাজানো নিয়ে ট্রোলে জবাব দিয়ে বলেন, ‘আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমি কীভাবে পাশে আছি, কীভাবে পাশে থাকব সেখানে আমার অভিপ্রায়টাই আসল। প্রথম দিন থেকে আমি সুবিচারের দাবি জানিয়ে আসছি, আমাকে কে কী বলল তাতে কিচ্ছু যায় আসে না। আমি নিজের প্রতিবাদ জানিয়ে এসেছি, জানাতে থাকব। আমার ভিতরটা কতটা কষ্ট পাচ্ছে, কতটা কাঁদছে সেটা আমি জানি। আমার আস্থা আছে আমরা সুবিচার পাব, দৃষ্টান্ত মূলক শাস্তি পাবে অপরাধীরা।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে খুনের হুমকি মালদা মেডিক্যালে RG করের প্রতিবাদে মণ্ডপে স্লোগান দিয়ে ধৃত ৯, হাইকোর্টে পরিবার, আগামীকাল শুনানি ব্রিটেনের যুবরাজের অনুরোধ ফিরিয়েছিলেন রতন টাটা, কারণ অবাক করার মতোই ‘আমাদের ভালোবাসার টেনিসকে তুমি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের Exclusive: ৫২টি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিল মোদী ক্যাবিনেট স্কুটার-মোটরবাইকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণ গেল ফুড ডেলিভারি এজেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের নয়া গাইডলাইন, NPS কন্ট্রিবিউশনের নতুন নিয়ম দু-হাতে ঢাকা স্তনযুগল! মা দুর্গার সামনে শরীর প্রদর্শন করায় কটাক্ষ মডেলকে গোটার বিরাট দাম,বাংলাদেশে এই প্রথম কেটে বিক্রি হচ্ছে ইলিশ, অসন্তুষ্ট ব্যবসায়ীরা ছেলেকে বলুন অনশন তুলে নিতে, শরীর খারাপ হয়ে যাবে,বাড়িতে ফোন করে চাপ দিচ্ছে পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.