বাংলা নিউজ > বায়োস্কোপ > অভিষেকের মৃত্যু থেকেই নেটপাড়ার রোষে ঋতুপর্ণা, ইন্ডিগোর ক্ষমা শেয়ার করেও ট্রোলড

অভিষেকের মৃত্যু থেকেই নেটপাড়ার রোষে ঋতুপর্ণা, ইন্ডিগোর ক্ষমা শেয়ার করেও ট্রোলড

ইন্ডিগো-কাণ্ডে ফের সোশ্যাল মিডিয়ার রোষে ঋতুপর্ণা (ছবি-ফেসবুক)

ইন্ডিগোর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে। সেটা শেয়ার করেন নায়িকা সোশ্যাল মিডিয়ায়। তারপরেই ধেয়ে আসে কটাক্ষ। 

বোর্ডিং টাইমের থেকে সামান্য দেরিতে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন ঋতুুপর্ণা সেনগুপ্ত। তখনও বিমান না ছাড়লেও, বিমানে ওঠার অনুমতি পাননি অভিনেত্রী। সেই রাগে-কষ্টে কেঁদেও ফেলেনম তিনি। বারবার অনুরোধেও কাজ না হওয়ায় ইন্ডিগোকে ট্যাগ করে লম্বা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

তখন কেউ কেউ ঋতুপর্ণার হয়ে, ইন্ডোগের বিরুদ্ধে মুখ খুললেও, অনেকেই দাবি করেছিলেন বোর্ডিং টাইমের মধ্যে এয়ারপোর্টে না প্রবেশ করলে এরকম সব যাত্রীর সাথেই করা হয়ে থাকে। অভিনেত্রী তারকা হলেও, তাঁকে এই নিয়ম মানতে হবে। সাথে তিনি বোকা বোকা রাগ দেখাচ্ছেন বলেও দাবি করেন সমালোচকরা। সাথে ব্যক্তিগত আক্রমণও হয়।

বৃহস্পতিবার ফের একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। যেখানে দেখা যাচ্ছে ইন্ডিগোর কাস্টমার সার্ভিস টিমের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে, সাথে জানানো হয়েছে তাঁরা চান এই ব্যাপারে ঋতুপর্ণার কী কী অভিযোগ ও বক্তব্য আছে তা শুনতে। সাথে অভিনেত্রীর থেকে জানতে চাওয়া হয় কোন সময়ে তাঁকে ফোন করলে পাওয়া যাবে তাও।

এই টুইটই ঋতুপর্ণা শেয়ার করেন ইনস্টায়। সাথে জানান, তাঁর এই লড়াই সকলের জন্য। যাতে আর কাউকে এরকম সমস্যার সম্মুখীন হতে না হয়। সাথে এটাও জানান, তিনি জানেন অনেকে তাঁকে নিয়ে ট্রোল করছে। কিন্তু সেসবে তিনি ভাবিত নন। তিনি নিজের পোস্টে আরও জানান, ফ্লাইট ওড়ার ২৫ মিনিট আগে গেট বন্ধ করে দেওয়া মোটেও ঠিক নয়। ক্ষতিকারক যাত্রী ও সংস্থা দুইয়ের জন্যই।

যদিও অভিনেত্রীর এই দাবির সাথে সম্মতি প্রকাশ করেননি অনেকেই। বরং, অনেকেরই মত ঋতুপর্ণা শুধুমাত্র পাবলিসিটি-র জন্য বারবার এমন পোস্ট করেছেন। কেউ কেউ আবার টেনে এনেছেন প্রসেনজিতের কথা। যেভাবে তিনি সুইগি নিয়ে টুইট করে মমতা আর মোদীকে ট্যাগ করেছিলেন সেটা নিয়েও খিল্লি হয়। একজন লেখেন, ‘দাদা-বউদি দু'জনেই তো পুরো দমে। একজন সুইগি নিয়ে ট্যাগ করে মমতা-মোদীকে। আরেকজন নিজে ভুল করে ক্ষমতার জেরে ক্ষমা চাইতে বাধ্য করে।’ একজন লিখেছেন, ‘আপনাকে যত দেখছি তত বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ের কথা মনে পড়ছে। যারা স্কুলে নিজের দোষে বকা খেত, তারপর বাবাকে ডেকে এনে হেডমাস্টারের সামনে শিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করত টাকার জেরে।’

বায়োস্কোপ খবর

Latest News

সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের আফগানদের বিরুদ্ধে T20I সিরিজে না অজিদের, পালটা বিগ ব্যাশে না খেলার হুমকি রশিদের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট ঘুঘুডাঙা থেকে লস্করের চিঠি পাঠানো হয়েছিল শান্তনু ঠাকুরকে! তদন্তে উঠে এল নয়া তথ্য বরের উপর রীতিমত ছড়ি ঘোরান সুরা! আরবাজ বললেন,‘যবে থেকে প্রেমে পড়েছি তবে থেকেই…’ 'আইনসিদ্ধ উত্তম-মধ্যম দিলে দোষ নেই', বিতর্কিত মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৫০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, কী হাল অজয়ের ময়দানের? DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? বেগুনি টুপির তালিকায় বড় লাফ খালিলের, অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে উত্থান হল শুভমনের প্রকাশ্যে স্ত্রী দীপ্তির থেকে ক্ষমাপ্রার্থনা শ্রেয়সের! কিন্তু কেন?

Latest IPL News

সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট বদলি তুলে দেওয়ার দাবি মুডির ইডেনের ম্যাচে শুরু থেকে তিনিই চিয়ার লিডার, KKR হারায় কেঁদে ফেললেন শাহরুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.