বর্তমানে বিনোদন জগতে বহু অভিনেত্রীকে দেখা যায় তাঁরা প্লাস্টিক সার্জারি করান, লিপ জব, নোস জব করান। অনেকের ধারণা নিজের এই কৃত্রিম বদল তাঁদের কাজ পাওয়ার পথকে আরও সুগম করবে। তাই অনেক প্রথম সারির নায়িকাদের সার্জারির পথ বেছে নিতে দেখা যায়। তবে এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন নায়িকা।
আরও পড়ুন: কর্নিয়ার ড্যামেজ স্বস্তিকার! 'আলো সহ্য করতে পারছি না…', এখন কেমন আছেন নায়িকা?
শর্মিলা শো হাউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘ভগবান আমাদের গড়ে পাঠান। নিজেকে সতেজ সুন্দর রাখতে হবে, কিন্তু নিজেকে ভেঙে আবার গড়ার কোনও প্রয়োজন নেই। এখন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাঁদের চিনতেই পারি না। তাঁদের পুরো মুখটাই বদলে গিয়েছে। তাঁরা এমন সব ইনজেকশান নিয়েছেন।’
তারপর নায়িকা লিপ জব প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ‘আজকাল ঠোঁটে এমন সব ইনজেকশান লাগান যে, ঠোঁট এত ফুলে যায় তাঁদের দেখতেই অন্যরকম হয়ে যায়। কীরকম একটা লাগে জানি দেখতে। কিছু দিন আগেই দেখি এক রকম লাগছে। তার কিছু দিন পর দেখি বদলে গিয়েছে। আমার মনে হয় তাঁরা এত সহজাত সুন্দর, সেখানে এই সবের প্রয়োজন হয়না।’
আরও পড়ুন: ক্রিকেটার নয় এবার অভিনেতা সুরেশ রায়না! কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?
তবে চরিত্রের খাতিরে তাঁকে যদি কখনও শারীরিক ভাবে পরিবর্তন আনতে হয়, তখন কি তিনি তাতে রাজি হবেন? এই প্রশ্নে নায়িকা বলেন, ‘আমার চরিত্রের জন্য যদি আমাকে ওজন কমিয়ে বা বাড়িয়ে ফেলতে হয় তবে সেটা হয়তো আমি করতে পারি। আমার চরিত্রের জন্য যতটা চাহিদা থাকবে সেটার নিরিখে এটা করতেই পারি। কিন্তু আমার ওই চরিত্রটার যদি চাহিদা থাকে যে, মুখটা প্লাস্টিক সার্জারি করতে হবে, তাহলে আমি কখনওই তা করব না। কারণ এখন মেকআপের মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে নিজেকে অনেক রকম ভাবে সাজানো যায়। আগে এটা হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব হত না। তাই আমি এই সার্জারির পক্ষপাতি নই। কারণ আমি মনে করি মানুষের ট্যালেন্ট তাঁদের অভিনয় ক্ষমতা, তাঁদের ভিতরে থাকে। সেটার মধ্যে চেহেরার অবশ্যই গুরুত্ব রয়েছে, কিন্তু চেহারা সর্বস্ব নয় সেটা। ’