বক্স অফিসে এখনও রমরমিয়ে চলছে ‘অযোগ্য’। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি ঘিরে দর্শকদের দারুণ সাড়া মিলেছে। কিন্তু গত কয়েক মাসে টলি নায়িকা রয়েছেন চর্চার কেন্দ্রে, নেপথ্যে রেশন দুর্নীতি মামলা। ইডির জেরা মুখে পড়তে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। তবে সে-সব ভুলে এবার দুর্গাপুজো নিয়ে মেতে উঠতে তৈরি অভিনেত্রী। আরও পড়ুন-জল্পনাই সত্যি! চার বছরের বিয়েতে ইতি টানলেন হার্দিক-নাতাশা, ৩ বছরের ছেলের কাস্টডি পেল কে?
বাঙালির সেরা উৎসবের আর তিন মাসও বাকি নেই। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই জানা গেল, মুম্বইবাসীদের এই বছর পুজোয় দারুণ উপহার দিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার দুর্গাপুজোর আমেজ এবার মায়ানগরীতে। ‘মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন (MBCA)’-এর সঙ্গে হাত মিলিয়ে মুম্বইয়ে দুর্গাপুজোর আয়োজন করবেন ঋতুপর্ণা।
অভিনেত্রী মিড-ডে'কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, গত দু’বছর সাফল্যের সঙ্গে দুর্গা পুজো উদযাপন করছে মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। এবার তাঁদের সঙ্গেই আমি হাত মিলিয়েছি। জাতীয় স্তরে আরও বড় করে দুর্গাপুজো করার পরিকল্পনা করেছি। গর্বা, ধুনুচি নাচ এবং দেশের অন্যান্য বড় উৎসবগুলিকে পালন করতে চাইছি। সব সম্প্রদায়ের মানুষকে একই ছাতার তলায় এনে আমরা অনুষ্ঠানটি করব। এটাই হবে জাতীয় স্তরের সবচেয়ে বড় উৎসব'।
বাঙালির বারো মাসে তেরো পার্বনের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মুম্বইতেও প্রতিবছরই জাঁক করেই আয়োজিত হয় মহিষাসুরমর্দিনীর বন্দনা। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে আয়োজিত মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো গত দু-বছর আয়োজনের দায়িত্ব নিয়েছেন কুমার শানু। এবার সেই জুতোয় পা গলাচ্ছেন টলিউডের ঋতুপর্ণা।
এই বছর ৮ই অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর উদযাপন হবে বিকেসি-তে। অনুষ্ঠানের ভাবনার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া ফেস্টিভ্যাল ২০২৪’। গত বছর এই পুজো প্যান্ডেলে হাজির হয়েছিলেন, ধর্মেন্দ্র, অনুপম খের, মৌনি রায়, অলতা ইয়াগনিক, অনু মালিক, মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এবার এই তালিকা আরও দীর্ঘ হবে বলেই আশা করা যায়।