ছবির গল্পে দেখা যাবে দীর্ঘদিন ধরে অসুস্থ ঝুমকি, দীর্ঘদিন হুইলচেয়ারে থাকা ঝুমকির যিনি চিকিৎসা করছেন, সেই চিকিৎসকের কন্যা বর্ণালীর সঙ্গে ঝুমকির স্বামীর সম্পর্ক তৈরি হয়। পরবর্তী সময়ে প্রেম ছাপিয়ে ঝুমকিকে সুস্থ করে তোলার লড়াই শুরু হয়।
1/8বহুদিন ধরেই চর্চায় ঋতুপর্ণা সেনগুপ্ত ও টোটা রায় চৌধুরীর ছবি 'বিউটিফুল লাইফ'। গত ৩০ মার্চ সামনে এসেছিল পরিচালক আর ডি নাথের এই ছবির পোস্টার। এবার মুক্তি পেল ছবির ট্রেলার ও দুটি গান।
2/8'বিউটিফুল লাইফ'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাসি খুশি ধরা দিলেন ঋতুপর্ণা ও টোটা, খোশ মেজাজে কথা বলতেও দেখা গেল দুজনকে।
3/8এই ছবিতে ঋতুপর্ণা, টোটা রায় চৌধুরী ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী সেনগুপ্ত, দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়, শ্রীলা মজুমদার সহ আরও অনেকে।
4/8নির্মাতাদের দাবি এই ছবিতে বিজ্ঞান, সংস্কৃতি, চিত্রকলা, ভাস্কর্য, শরীর, মন সবকিছু মিলে মিশে একাকার হয়েছে। ছবিতে চিত্রশিল্পীর ভূমিকায় দেখা যাবে টোটাকে। ছবির গল্পে থাকছে দাম্পত্য জীবনের জটিলতা কাটিয়ে তৈরি হওযা নতুন রসায়ন।
5/8ছবির গল্পে দেখা যাবে দীর্ঘদিন ধরে অসুস্থ ঝুমকি, দীর্ঘদিন হুইলচেয়ারে থাকা ঝুমকির যিনি চিকিৎসা করছেন, সেই চিকিৎসকের কন্যা বর্ণালীর সঙ্গে ঝুমকির স্বামীর সম্পর্ক তৈরি হয়। পরবর্তী সময়ে প্রেম ছাপিয়ে ঝুমকিকে সুস্থ করে তোলার লড়াই শুরু হয়।
6/8‘বিউটিফুল লাইফ’-এ বর্ণালির চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আর ঝুমকির চরিত্রে সায়ন্তনী, আর ঝুমকির স্বামীর চরিত্রে টোটা রায় চৌধুরী অভিনয় করেছেন।
7/8পরিচালকের কথায়, এই ছবিটি চিত্রকলা ও ভাস্কর্যের উপর তৈরি হলেও নেপথ্যে রয়েছে নতুন থেরাপির আবিস্কার। যেখানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথির বাইরে গিয়ে এখান নতুন চিকিৎসার কথা উঠে আসবে। পরিচালক বলেন, বিজ্ঞানী ও পেইন্টারের মিল আছে, দুজনেই অ্যাবস্ট্রাক জগত নিয়ে কাজ করেন। ঠিক যেমন রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের সম্পর্ক ছিল। দুজন দুই মেরুর হলেও কাজটা এক।
8/8মুক্তির আগে ২৬তম কলকাতা চলচ্চিত্র উৎসব, ও বেঙ্গালুরু প্রদর্শতি হয়েছে এই ছবি। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু বসু।