বাংলা নিউজ > বায়োস্কোপ > 'চুরি না করলে ফেরত দিচ্ছেন কেন...' রেশন দুর্নীতির ৭০ লাখ ফেরত দিতে চেয়ে শ্রীলেখার তোপের মুখে ঋতুপর্ণা

'চুরি না করলে ফেরত দিচ্ছেন কেন...' রেশন দুর্নীতির ৭০ লাখ ফেরত দিতে চেয়ে শ্রীলেখার তোপের মুখে ঋতুপর্ণা

রেশন দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের পর ৭০ লাখ ফেরত দিতে চাইলেন ঋতুপর্ণা

Rituparna-Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ইডি ডেকে পাঠিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেখানে জিজ্ঞাসাবাদের পর কী জানালেন অভিনেত্রী?

সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছিল ইডি। প্রথমবার না যেতে পারলেও, পর ইমেল মারফত জানান যে তিনি কবে যেতে পারবেন। সেই অনুযায়ী তিনি সদ্যই সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। সেখানেই তাঁকে ইডির কর্তারা জিজ্ঞাসাবাদ করেন। টানা পাঁচ ঘণ্টা ধরে অযোগ্য অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে এদিন তিনি জিজ্ঞাসাবাদের সময় এবং তদন্তে সাহায্য করেছেন। তিনি নিজেই সেই কথা জানিয়েছেন। এবার জানা গেল তিনি নাকি ৭০ লাখ টাকা ফেরত দিতে চান।

আরও পড়ুন: সলমনকে মারতে ২৫ লাখ টাকার কনট্র্যাক্ট! জিগানা বন্দুক আনানো থেকে শুরু করে আর কী ছক কষেছিল বিষ্ণোই গ্যাং?

রেশন দুর্নীতি কাণ্ডে টাকা ফেরত দিতে চাইলেন ঋতুপর্ণা

সম্প্রতি ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখান থেকে তিনি ফেরার পর ইডির তরফে জানানো হয়েছে যে অভিনেত্রী ৭০ লাখ টাকা ফেরত দিতে চান। প্রসঙ্গত ব্যাংক লেনদেনের উপর ভিত্তি করে ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য।

আরও পড়ুন: 'আমার চেনা তথাগতকেই দেখলাম...' শিলিগুড়ির শোয়ের পর প্রাক্তন প্রসঙ্গে মত দেবলীনার, তবে কি জোড়া লাগছে ভাঙা সম্পর্ক?

আরও পড়ুন: ইতিহাসের পাতা থেকে নয়, বাবার থেকে পতৌদি বংশের ক্রিকেট যোগের ইতিহাস শিখছে তৈমুর!

প্রথমে যেদিন অভিনেত্রীকে ডেকে পাঠানো হয় তখন তিনি যেতে পারেননি। সেই কথা মেইলে জানিয়েও দেন। পরে তিনি গত ১৯ জুন এসে সিজিও কমপ্লেক্সে যান এবং প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী অফিসারদের সহযোগিতা করেছেন বলে জানান।

সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছিলেন, 'ওঁরা যা যা জানতে চেয়েছেন জানিয়েছি। কিছু নথি চেয়েছেন সেগুলো জমা দিয়েছি।' তবে এর বেশি আর কিছুই জানাননি অভিনেত্রী। এবার তিনি যে টাকার জন্য তাঁকে ডাকা হয়েছিল সেটাই ফেরত দিতে চেয়েছেন বলে ইডির সূত্রে জানানো হয়েছে। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত এক ব্যক্তির থেকে অভিনেত্রীর অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছিল।

তবে কেবল রেশন দুর্নীতি মামলায় নয়, ঋতুপর্ণা সেনগুপ্তেকে এর আগে রোজভ্যালি দুর্নীতি কাণ্ডেও ডেকে পাঠানো হয়েছিল কারণ রোজভ্যালির প্রযোজনায় নির্মিত একাধিক ছবিতে কাজ করেছিলেন তিনি।

কী লিখেছেন শ্রীলেখা?

এদিন শ্রীলেখা এই সংক্রান্ত একটি রিপোর্টকে শেয়ার করে লেখেন, 'চুরি না করলে টাকা ফেরত দিতে চাইছেন কেন? ৭০ লাখ টাকা তো আর মুখের কথা নয়। সাধারণ মানুষের চুরি করা টাকা। কেউ নিজের গ্যাঁট থেকে এমনই এমনই এতগুলো টাকা দেয় না। ক্যামেরার সামনে হাত নেড়ে কী প্রমাণ করতে চাইছেন? আপনি অস্কার পাচ্ছেন না আপনাকে চোর বলা হচ্ছে। লজ্জাও করে না?'

একই সঙ্গে এদিন পারিয়া খ্যাত অভিনেত্রী লেখেন, 'তারপরও মিডিয়া এঁদের নম্বর ওয়ান শিরোপা দেবে। আমার ভিডিয়োর কিছু অংশ নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রির এক অংশ এঁদের হয়েই কথা বলবে। দুর্নীতির আর সীমা পরিসীমা নেই। ধিক্কার জানাই।'

আরও পড়ুন: ৫ দিনেই ৩৫০ কোটির দোরগোড়ায় কল্কি ২৮৯৮ এডি! প্রথম সোমবার ঘরে কত তুলল প্রভাস - দীপিকার ছবি?

ঋতুপর্ণা সেনগুপ্তর কাজ

ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ছবিতে দেখা গিয়েছে। এটি তাঁর এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটির ৫০ তম ছবি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.