মুম্বইয়ে মামি ফিল্ম ফেস্টিভ্যালে মুম্বইয়ের নবাব পরিবারের সঙ্গে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে। শর্মিলা ঠাকুর, সইফ আলি খান এবং সোহা আলি খান-সহ পতৌদি পরিবারকে দেখা গেল মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের ২০২৪ সংস্করণে। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিজের বাংলা ছবি পুরাতন-এর প্রিমিয়ারে পৌঁছন শর্মিলা, তাঁদের সঙ্গে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকেও। অন্য দিকে, ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা গেল স্বামী সঞ্জয়ের সঙ্গে। অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তও উপস্থিত ছিলেন এখানে।
সুমন ঘোষ পরিচালিত ছবি ‘পুরাতন’-এর প্রিমিয়ার হল MAMI Mumbai Film Festival-এ। লাল শাড়িতে সাজুগুজু করেছিলেন ঋতুপর্ণা। বলে রাখা ভালো, ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’-এর ব্যানারেই তৈরি ‘পুরাতন’।
আরও পড়ুন: করবা চৌথে স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম, বউ শীতলের থেকে বয়সে কত ছোট বিক্রান্ত মাসে?
পতৌদি পরিবার উপস্থিতি
শর্মিলার সঙ্গে এসেছিলেন তাঁর ছেলে-মেয়েরা। ৩ সন্তানকেই দেখা গেল এই বিশেষ দিনে। ছিলেন সইফ আলি খান, সোহা আলি খান ও সাবা আলি খান। এমনকী, জামাই কুণাল খেমুও উপস্থিত ছিলেন এদিন। তবে দেখা পাওয়া যায়নি বউমা করিনা কাপুরের। এক পাপারাজ্জোর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা সকলেই ক্যামেরার জন্য একসঙ্গে পোজ দিচ্ছেন।
আরও পড়ুন: করণ জোহরের ধর্মা প্রোডাকশনে টাকা ঢালতে চান জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশ, ‘আমার ভালোবাসা…’
নিজের ছবির প্রিমিয়ারের জন্য শর্মিলা একটি সাদা-কালো শাড়ি বেছে নেন। সইফ আলি খান মায়ের সঙ্গে ম্যাচিং করে পরেছিলেন কালো কুর্তা ও পাজামা। ধূসর রঙের সোয়েটশার্ট ও ডেনিমে দেখা গেল কুণালকে। সোহা একটি সবুজ কো-অর্ড সেট পরেছিলেন এবং সাবা স্যুট পরেছিলেন।
আরও পড়ুন: প্রাণনাশের হুমকির কারণে কাজ হারাচ্ছেন সলমন! বড় ছবি থেকে বাদ, আসবে না চুলবুল
১৫ বছর পর সুমন ঘোষ পরিচালিত 'পুরাতান' দিয়ে বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর। ছবিতে এক বর্ষীয়ান মহিলার চরিত্রে অভিনয় করছেন শর্মিলা। তাঁর আশি বছরের জন্মদিনকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্প। ছবিতে শর্মিলার মেয়ের ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা। আর জামাই ইন্দ্রনীল সেনগুপ্ত।
শর্মিলার সঙ্গে কাজের প্রসঙ্গে সুমন ঘোষ জানান, ‘আমি যখন দিল্লি যাই, ওঁর সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হচ্ছিল, তখন বলেছিলেন, আমায় ছেড়ো না কিন্তু! এই বয়সে এসে, কেরিয়ারে এমন একটা জায়গায় পৌঁছেও, নিখুঁত অভিনয়ের জন্য তাঁর যে অবিরাম প্রচেষ্টা, তা আমাকে মুগ্ধ করেছে। কখনো বুঝতেই দেননি যে আমরা সেটে এমন একজন কিংবদন্তির সঙ্গে কাজ করছি।’