আজ পয়লা বৈশাখ। বাঙালি নববর্ষ। হালখাতা এবং নতুন জামার মাধ্যমে শুরু হয় একটি নতুন বছর। এই দিনটিতে মিশে থাকে অনেক আবেগ, অনেক আনন্দ। প্রত্যেকের মতো ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা গেল নববর্ষের আনন্দে মেতে উঠতে।
অভিনেত্রী তথা প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত পয়লা বৈশাখকে শুধু একটি উৎসব নয়, বাঙালির আবেগ বলেও চিহ্নিত করেছেন। এদিন সবকিছুর নতুন সূচনা হয় এই দিনটির মাধ্যমে। এই দিন একটি সমস্ত বাঙালির কাছে ভীষণ স্পেশাল একটি দিন।
আরও পড়ুন: শাহরুখের বাড়িতে থাকতে চান! এক রাতের ভাড়া দিতে কম পড়বে ১ মাসের বেতনও, কত খরচ?
আরও পড়ুন: আপনাকে ভালোবাসি’, সিদ্ধিবিনায়ক মন্দিরে ভক্তের ডাক শুনে লজ্জায় লাল অমিতাভ
ছোটবেলার উৎসব উদযাপনের কথা স্মরণ করে ঋতুপর্ণা বলেন, ‘আমরা ছোটবেলায় নববর্ষের দিন বড়দের থেকে আশীর্বাদ নিতাম তারপর বাড়িতে পুজো করতাম। প্রতিবছর এই দিন আমরা নতুন পোশাক পরতাম। ভালো ভালো খাবার খেয়ে সকলের সঙ্গে আনন্দে মেতে উঠতাম আমরা।’
ঋতুপর্ণা আরও বলেন, ‘বাঙালির কাছে নববর্ষ মানেই হাল খাতা এবং মিষ্টি মুখ। সন্ধ্যেবেলা হতেই দোকানে দোকানে যেতাম মিষ্টি খেতে। এই আনন্দ মুখে প্রকাশ করা যায় না। এই আনন্দ একান্তই শুধু বাঙালিরাই বোঝে।’
২০২৪ এর শেষের দিকে মাকে হারিয়েছেন ঋতুপর্ণা। এবার তাঁর মাকে ছাড়া প্রথম নববর্ষ। খুব স্বাভাবিকভাবেই এই বছর মাকে মিস করছেন ঋতুপর্ণা। মায়ের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘এই বছর ভীষণভাবে মিস করছি মাকে। প্রতিবছর নববর্ষের সময় আমার ছবি মুক্তি পায়। এই বছরেও পেল। কিন্তু মাকে দেখাতে পারলাম না।’
নতুন সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাদের ‘পুরাতন’ মানুষের থেকে ভীষণ ভালোবাসা পেয়েছে। আমার যেন মনে হয় মা আমাকে দূর থেকেই আশীর্বাদ করছেন। এটাই বা কম কী পাওয়া! আমার এই নতুন সিনেমাই মায়ের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।’
আরও পড়ুন: ফের শুরু হতে চলেছে কেবিসি? কবে থেকে শুরু রেজিস্ট্রেশন? বিগ বি-ই থাকছেন সঞ্চালনায়?
আরও পড়ুন: 'তোমায় ছাড়া পাঁচটা নতুন বছর...', নববর্ষের আগে বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তিকা
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পুরাতন’। এই সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর, ইন্দ্রনীল সেনগুপ্ত। এই সিনেমায় কাজ করার মাধ্যমে ১৪ বছর পর বাংলায় ফিরে এলেন শর্মিলা।