গুরুতর অসুস্থ ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন তিনি। কিন্তু কী হয়েছে তাঁর? এখন কেমন আছেন তিনি?
কী হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের?
অভিনেত্রী নিজেই আনন্দবাজারকে জানিয়েছেন তাঁর মা এখনও ভেন্টিলেশনে আছেন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন তাঁর মা নন্দিতা সেনগুপ্ত কিডনির সমস্যায় ভুগছেন বহুদিন ধরেই। কিন্তু সম্প্রতি সেই সমস্যা বেড়েছে। গত ১০ দিন ধরে হাসপাতালে রয়েছেন। ডায়ালিসিস করাতে হয় তাঁকে নিয়মিত। গত বৃহস্পতিবার, ৭ নভেম্বরও তাঁর ডায়ালিসিস করানো হয়েছে। আপাতত কিডনির সমস্যা কিছুটা কমলেও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।
আরও পড়ুন : OTT -তে নেই করিনার বাকিংহাম মার্ডার্সের আসল 'হিংলিশ' ভার্সন! হইচই বাঁধাতেই দর্শকদের কী আশ্বাস দিলেন হংসল?
বর্তমানে ঋতুপর্ণা একা নন। তাঁর পাশে রয়েছেন তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তী, ভাই। রয়েছেন অভিনেত্রী মাসতুতো বোনও। তিনি মুম্বই থেকে উড়ে এসেছেন খবর পেয়ে।
এই বিষয়ে অভিনেত্রী আরও জানান, 'ভেন্টিলেশন কথাটা শুনলেই সবাই ভয় পাব। আমারও ভয় করছে। কিন্তু পজিটিভ ভাবার চেষ্টা করছি। আমার মা খুব লড়াকু। যুদ্ধে জয়ী হয়ে মা ফিরবে এটাই আশা করছি '
সদ্যই ৫৩ বছরে পা রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু জন্মদিনেও বিশেষ মন ভালো ছিল না তাঁর। কিন্তু তিনি আশাবাদী তবে মা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।
আরও পড়ুন : সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে গরমিল করেছেন AIIMS -এর চিকিৎসক? বিস্ফোরক দাবি সলমনের প্রাক্তন সোমির
ঋতুপর্ণা সেনগুপ্তকে শেষবার অযোগ্য ছবিটিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সেই ছবিতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ছিলেন শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি বুম্বাদা-ঋতুদির অভিনীত জুটি হিসেবে ৫০ তম ছবি।