বাংলা নিউজ > বায়োস্কোপ > রাহুলের নির্দেশ, রানার প্রযোজনায় ‘কলকাতা ৯৬’-এ জুটি বাঁধছেন ঋত্বিক-সোহিনী!

রাহুলের নির্দেশ, রানার প্রযোজনায় ‘কলকাতা ৯৬’-এ জুটি বাঁধছেন ঋত্বিক-সোহিনী!

ফের বড়পর্দায় জুটি বেঁধে আসছেন ঋত্বিক-সোহিনী। (ছবি সৌজন্যে - ফেসবুক)

নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পরিচালক হিসেবে এবার হাতেখড়ি হতে চলেছে তাঁর।

নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পরিচালক হিসেবে এবার হাতেখড়ি হতে চলেছে তাঁর। পাশাপাশি অভিনেতা হিসেবে ডেবিউ করতে চলেছেন তাঁর ছেলে সহজ-ও।  রাহুলের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। ছবির নাম 'কলকাতা ৯৬'। ছবির প্রযোজনা করছেন 'জাতিস্মর' খ্যাত প্রযোজক রানা সরকার।

এবারে হিন্দুস্তান টাইমস বাংলা-কে রাহুল জানালেন ছবিতে ঋত্বিকের বিপরীতে দেখা যাবে সোহিনী সরকার-কে। 'বিবাহ ডায়েরিজ' এর পর ফের পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে ঋত্বিক-সোহিনীকে। এই দু'জন ছাড়াও 'কলকাতা ৯৬'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেন, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং লামা হালদারকে। তবে নিজের পরিচালনায় ক্যামেরার সামনে হাজির হবেন না রাহুল। নিজের ছবিতে অভিনেতা নির্বাচনের প্রসঙ্গে এই পরিচালক-অভিনেতা বলেন, 'একজন অভিনেতা হিসেবে যখন প্রথম ছবি পরিচালনার চৌকাঠে পা রাখতে চলেছি তখন প্রাথমিক লক্ষ্য ছিল আমার এই ছবিতে অভিনয়টা যেন খারাপ না হয়। তাই ঠিক করেই রেখেছিলাম এমন অভিনেতা-অভিনেত্রীদের নেব, যাঁদের প্রতি একজন অভিনেতা হিসেবে আমার অটুট বিশ্বাস রয়েছে। বলতে চাইছি, এই অভিনেতা-অভিনেত্রীরা রাহুলের থেকে ভালো বৈ খারাপ অভিনয় করবেন না। ঋত্বিক আর সোহিনী একেবারে সেরকম দু'জন অভিনেতা, অভিনেত্রী। আর তাছাড়া ওঁদের পর্দার রসায়ন এর আগেও আমরা বিবাহ ডায়েরিজ-এ দেখেছি।'

সামান্য থেমে রাহুল ফের বলেন, 'তাছাড়া এও চেয়েছিলাম আমার ছবির নায়ক-নায়িকা যেন সাধারণ মানুষের মতোই হবে। সুপারহিরো টাইপ কিংবা ডিভা যেন না হয়। সেই জায়গা থেকেও ঋত্বিক-সোহিনী একেবারে পার্ফেক্ট। এবং এই দু'জনের সঙ্গে আমার যে বন্ধুত্ব রয়েছে, সেই জায়গা থেকে ওঁদের সঙ্গে কাজ করতে আমি ভীষণ কমফর্টেবল।'

এই ছবি প্রসঙ্গে সোহিনী বলেন,‘প্রথমবারেই এই ছবির গল্প, চিত্রনাট্য শুনে দারুণ লেগেছিল ।যেহেতু আমার বড় হয়ে ওঠা নব্বইয়ের দশকে,তাই ছবির গল্প শুনেই একাত্মবোধ করেছিলাম। আর তাছাড়া রাহুলদার লেখার আমি ফ্যান। চিত্রনাট্য অত্যন্ত যত্ন নিয়ে লিখেছেন। ওঁর সিনেমা সম্পর্কে জ্ঞান ও বোধের উপর আমার আস্থা রয়েছে। আর আমার কেরিয়ারের প্রথম ছবিতেই ঋত্বিকদা ছিলেন। ওঁর সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছি। সুতরাং, ওঁর সঙ্গে ফের কাজ করার সুযোগ পেয়ে ভালো তো লাগছেই।’ 

রানা সরকাররকে ‘কলকাতা ৯৬’ নিয়ে জিজ্ঞেস করা হলে কোনও রাখঢাক না করেই ফোনের ওপার থেকে তিনি বললেন, ‘এই মুহূর্তে বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে অন্যতম শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীর নাম ঋত্বিক ও সোহিনী। তাঁদের জনপ্রিয়তাও দেখার মতো। সুতরাং, ওঁদের প্রতিভা নিয়ে কথা বলাটা বাতুলতা হবে। আর রাহুল পরিচালক হিসেবে নবাগত হলেও অভিনেতা হিসেবে তো অনেক পুরনো। ওঁর সিনেমাবোধ প্রখর। সাহিত্য সম্পর্কে জ্ঞানও দারুণ। মাত্র তিন দিনের ঘটনাকে অবলম্বন করে যে চিত্রনাট্যটি ও লিখেছে তা এককথায় দারুণ!  ভীষণ ফ্রেশ।’   

'কলকাতা ৯৬'-এর বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে রাহুল আগেই বলেছিলেন, 'এই ছবি মোট তিন দিনের গল্প। দক্ষিণ কলকাতার এক কলোনী পাড়ার একটা পরিবারে ২০ জুন থেকে ২২ জুনের মধ্যে কী কী হয়, তা নিয়েই আমার ছবি। তাঁদের দৈনন্দিন সমস্যার কথা থাকবে। এরপর ১৯৯৬-এর ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের মাঠে সেঞ্চুরি করেন, যা আমার ছবির অন্যতম বিষয়। সেই ঘটনার পর ওই পরিবারের উপর তার কী প্রভাব পড়েছিল, তা নিয়েই এগোবে এই ছবির গল্প। তাছাড়া, এই ছবিতে আমার নিজেরও শৈশবের ছায়া রয়েছে।' তবে এই ছবিকে কোনওভাবেই স্পোর্টসধর্মী কোনও ছবির তালিকায় আনতে নারাজ রাহুল। তাঁর কথায়, 'আমার এই ছবি ফিল গুড মুভি। এটুকুই।'

বায়োস্কোপ খবর

Latest News

'কোটি টাকা খরচ করার দরকার নেই...', সুন্দরী হওয়ার কোন টিপস দিলেন রবিনা? 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস নিশীথের গ্রামে মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন, পুলিশ পাহারায় ছাড়লেন ভেটাগুড়ি 'তোমাকে ছুঁতে পাওয়াটাই…', এমন কমেন্টে কী উত্তর দিলেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি পুরনো আয়কর কাঠামোয় লোকসান হচ্ছে না তো? নয়া স্ল্যাবে কত টাকা দিতে হবে! রইল হিসাব রাজনৈতিক হিংসার জন্য দায়ী অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন: শংকর ঘোষ ‘সবুজ ছাড়া গতি নেই’, কদিন আগে জয়কে ‘পজেসিভ’ বলেন লোপামুদ্রা, এখন মুখে ভোট-কথা? স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন সংঘী বলে কটাক্ষ করে লোকজন, JNUকে ব়্যাঙ্কিং-এর শীর্ষে তো আমি নিয়ে গেলাম-উপাচার্য বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজের, বিতর্ক উসকাতে কী লিখলেন শিল্পার বর?

Latest IPL News

'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.