সম্প্রতি এসকে মুভিজের তরফে ১৮ টি নতুন ছবির ঘোষণা করা হয়েছে। প্রকাশ্যে আনা হয়েছে সেই ছবিগুলোর পোস্টার। আর এই ১৮টি ছবির অন্যতম হল ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত রবীন্দ্র কাব্য রহস্য।
আরও পড়ুন: 'দ্বীপ জ্বেলে যাই'-এর রিমেকের পরিকল্পনা রাইমার! মুখ্য ভূমিকায় কাকে ভাবছেন সুচিত্রা সেনের নাতনি?
কী ঘটেছে?
কথাতেই বলে বাঙালির সব ব্যথা সারে রবীন্দ্রনাথের সাহিত্য আর বোরোলিনে। একটা গোটা জাতির সমস্ত কিছু, জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে তিনি জড়িয়ে। প্রেম থেকে বিরহ, হাসি থেকে কান্না, স্বাধীনতা থেকে পূজা, ভয় থেকে রহস্য, সহ সমস্ত কিছুই উঠে এসেছে তাঁর লেখায়। আর সেই বিশ্বকবি ভারতের 'স্বাধীনতা চাননি?' 'দেশের শত্রু ছিলেন' আমাদের জাতীয় কবি? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে মরিয়ে ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু তাঁরা কি পারবেন সেই সত্য উদঘাটন করতে? সেটা নিয়েই আসছে সায়ন্তন ঘোষালের নতুন ছবি রবীন্দ্র কাব্য রহস্য।
রবীন্দ্র কাব্য রহস্য ছবিটিতে রবীন্দ্রনাথের চরিত্রে দেখা যাবে প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। ছবির পোস্টারে দেখা যাচ্ছে উপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে। তারপর একাধিক বই। আর তার নিচে দাঁড়িয়ে ঋত্বিক এবং শ্রাবন্তী।
এদিন ছবির যে মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে নেপথ্যে শোনা যাচ্ছে, 'রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আমাদের দেশের স্বাধীনতা চাননি?' এটার উত্তরে ঋত্বিকের কণ্ঠে শোনা যায় 'রবীন্দ্রনাথের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা হচ্ছে যে এর বিরুদ্ধে কাউকে তো কথা বলতে হবে।' ছবির পোস্টার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'জাতীয় কবি দেশের শত্রু ছিলেন?'
আরও পড়ুন: বীর জারার ২০ বছর পরেও লতা মঙ্গেশকরের সঙ্গে গান গাওয়ার স্মৃতিতে বুঁদ সোনু! বললেন...
এই ছবিতে অন্যান্য চরিত্রে থাকবেন রাজনন্দিনী পাল, ঋতব্রত মুখোপাধ্যায়, প্রমুখ। ঋত্বিকের চরিত্রের নাম অভীক। সে পেশায় কবি, আবার একই সঙ্গে রহস্য সমাধানেও সমান আগ্রহ তাঁর। অন্যদিকে হিয়ার চরিত্রে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সে পেশায় রবীন্দ্র সঙ্গীত শিল্পী। হিয়া লন্ডনে গান গাইতে যায়, অন্যদিকে একটি খুনের তদন্তে সেখানে যায় অভীক। গায়িকার এই কীসের সঙ্গে কী সম্পর্ক, কোন রহস্য লুকিয়ে সেটা নিয়েই এই ছবি।