বাংলা নিউজ > বায়োস্কোপ > 'শাসক ভয় পায় কেন?', 'রাত দখল'- এর রাতেই আরজি করে প্রবল ভাঙচুর, প্রতিবাদে সরব ঋত্বিক-অঙ্কুশ

'শাসক ভয় পায় কেন?', 'রাত দখল'- এর রাতেই আরজি করে প্রবল ভাঙচুর, প্রতিবাদে সরব ঋত্বিক-অঙ্কুশ

'রাত দখল'- এর রাতেই আরজি করে প্রবল ভাঙচুর, প্রতিবাদে সরব ঋত্বিক-অঙ্কুশ

Ritwick-Ankush on RG Kar: আরজি করের নির্যাতিতা, মৃতা চিকিৎসকের হয়ে ১৪ অগস্ট পথে নামেন হাজার হাজার মানুষ। যাঁরা এদিন এই জমায়েতে যোগ দিতে পারেননি তাঁরা বাড়ি থেকেই তুললেন প্রতিবাদের স্বর। আর তাঁদেরই অন্যতম হলেন ঋত্বিক চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা।

আরজি করের নির্যাতিতা, মৃতা চিকিৎসকের হয়ে ১৪ অগস্ট পথে নামেন হাজার হাজার মানুষ। কখনও মোমবাতি হাতে, কখনও স্লোগান তুলে বিচার চান নাগরিকরা। যাঁরা এদিন এই জমায়েতে যোগ দিতে পারেননি তাঁরা বাড়ি থেকেই তুললেন প্রতিবাদের স্বর। আর তাঁদেরই অন্যতম হলেন ঋত্বিক চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা।

আরও পড়ুন: ছেলের সঙ্গে নয়, আরজি করের প্রতিবাদে একাই মধ্যরাতে রাজপথে নামলেন সৃজিতের মা!

আরজি কর নিয়ে কী ঋত্বিক?

এদিন ঋত্বিক চক্রবর্তী তাঁর ফেসবুকের পাতায় আরজি কর কাণ্ড নিয়ে সরব হন। রাত দখলের রাতেই যেভাবে হাসপাতালের জরুরি বিভাগ এবং তিন তলায় ভাঙচুর চালানো হয় সেটার প্রতিবাদ করেন তিনি। বলাই বাহুল্য নিশাহার তীর রাজ্য সরকারের দিকে। তিনি এদিন তাঁর পোস্টে লেখেন, 'ভয়-মুক্ত জণগণ দেখলে শাসকরা ভয় পায় কেন?'

কী লিখেছেন অঙ্কুশ?

অঙ্কুশ এদিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি তাঁর মনের কথা তুলে ধরেছেন। লিখেছেন, 'আশা করব সমাজ এমন জায়গায় না চলে যায় যে একসময় মানুষ হয়ে জন্মানোর জন্য ঘৃণাবোধ করব। দ্রুত সুবিচারের আশা রাখলাম। মনে রাখবেন যে মানুষ নিজেকে প্রভাবশালী মনে করে তখন সামনের মানুষটি দুর্বল হয়ে পড়ে। তাই আমরা দুর্বল হবো না। মেয়েদের জন্য এক সুস্থ সমাজ তৈরি করি।'

আরজি করের জন্য প্রতিবাদে সামিল টলিউড

টলিউডের অনেকেই এদিন পথে নেমেছিলেন। আরজি কর কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে সাধারণ মানুষ প্রতিবাদে সরব হলেও টলিউডের সেলেবরা নাকি তেমন ভাবে গর্জে ওঠেননি। এমনটাই দাবি করেছিলেন অনেককে। কারও কারও আবার ধারণা ছিল তাঁরা রাজনৈতিক চাপে নাকি 'রাত দখলে' জমায়েতেও আসবেন না। কিন্তু সেটা ভেঙে দিলেন খোদ তারকারাই। এদিন আরজি করের তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে বিচার চেয়ে পথে নামল টলিউডের একাংশ। রাত দখলে সহনাগরিকদের সঙ্গে বিচার চাই স্লোগানে কণ্ঠ মেলালেন শুভশ্রী, পার্নো, মিমি, সহ অন্যান্যরা।

আরও পড়ুন: 'দুই মেয়ের মা হিসেবে...' শঙ্খ বাজিয়ে রাত দখল নীলাঞ্জনার, পাশে রইলেন সারা-জারা

আরও পড়ুন: শাহরুখের নতুন ছবি মোটেই অ্যাকশন ফিল্ম নয়! আপডেট দিয়ে 'কিং' জানালেন, 'এটা একটি কুল এবং...'

কী ঘটেছে ১৪ অগস্ট?

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায় তিনি ধর্ষিত হয়েছেন। আর সেটারই প্রতিবাদ জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ১৪ অগস্ট 'রাত দখল' করেন মহিলাটা। যোগ দেন পুরুষরাও। বেঙ্গালুরু, মুম্বইতে চলে জমায়েত। আরজি কর হাসপাতালে এদিন প্রবল ভাঙচুর এবং ধস্তাধস্তি চলে।

বায়োস্কোপ খবর

Latest News

অত ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের মাঠে বুঝি, মাঠের বাইরের নয়:- রোহিতের কমিউনিকেশন স্টাইল নিয়ে ঋষভ পন্ত গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.