আর জি করের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের মামলায় উত্তপ্ত গোটা বাংলা। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে সবমহল থেকে। পিছিয়ে নেই টলিপাড়ার তারকারাও। পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন ঋত্বিক, এছাড়াও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার অভিনেতা।
রাজনৈতিক ঘটনা নিয়ে প্রায়শয়ই রূপকধর্মী কিংবা ব্যাঙ্গাত্মক পোস্ট ভেসে উঠে অভিনেতার ফেসবুকের দেওয়ালে। কুণাল ঘোষের টুইট নিয়ে শুক্রবার থেকে উত্তাল রাজ্য রাজনীতি। ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমা নিয়ে কেন চুপ টলিউড তারকারা? কেন এমন প্রোপাগান্ডা ছবির বিরোধিতায় সুর চড়াননি দিদির প্রিয় বাবু-বিবিরা? এমন প্রশ্ন মনে জেগেছে কুণালের। টলি তারকাদের কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল মুখপাত্র। এবার নাম না করেই এই প্রসঙ্গে মুখ খুললেন ঋত্বিক।
ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘শুনেছো তো বাবু বলে দিয়েছে। শুধু পাশে দাঁড়িয়ে ছবি তুলে গুরুত্ব বাড়িও না দরকারে চটিজুতা মাথায় তুলে পাহারা দাও বন্ধু। ছোট করে বললে- শুনেছো কি বলে গেল বোধহীন স্কন্ধ, তোমাদের গায়ে শুধু ধান্দার গন্ধ'।
এই পোস্টের প্রেক্ষাপট বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। শুক্রবার কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।’
সুকুমার রায়ের কবিতার আদলে এই ব্যঙ্গত্মক পোস্টে কুণালকেই বিঁধেছেন ঋত্বিক, দাবি নিন্দকদের। আর জি কর কাণ্ড নিয়ে ঋত্বিক চক্রবর্তীর সোশাল মিডিয়ায় প্রতিবাদী পোস্টের ভিড়। এর জন্য তাঁকেও কম কটাক্ষ শুনতে হয় না। এদিনও এক নেটিজেন ঋত্বিককে কটাক্ষ করে লেখেন, ‘এই তো দাদা জেগেছেন।’ মজার ছলে জবাব দেন ঋত্বিক। লেখেন-'আপনি কিন্তু ফেসবুক পাহারা দিন। এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেয়নি'।
তাতেও থামেননি সেই সমালোচক। ঋত্বিককের কাছে কেরলের এক বাম বিধায়কের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে মতামত জানতে চান সেই ট্রোলার। তাতে পালটা অভিনেতা লেখেন-'আপনি গোয়েন্দাগিরি করে নিশ্চয়ই কিছু জানতে পারবেন। পুলিশের ওপর আপনি সঙ্গত কারণেই ভরসা করেননা বুঝতে পারছি। সিভিক পুলিশ দিয়ে ট্রাই করুন।'
প্রসঙ্গত সানোজ মিশ্রর ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ গত শুক্রবার ভারতে মুক্তি পেলেও রাজ্যের কোনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।