এক অন্ধ জমিদার, এক প্রত্নতাত্ত্বিক আর সঙ্গে কয়েকটি রহস্যময় চরিত্র নিয়ে 'পরিচয় গুপ্ত' আসছে সেই খবর বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। নানা কারণে তা স্থগিত হয়ে যায়। তারপর থেকেই দর্শকরা ছবি রিলিজের অপেক্ষায় ছিলেন, এবার অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিনক্ষণ।
শেষ হতে বসা জমিদার বাড়ির গল্প নিয়ে আসছে ‘পরিচয় গুপ্ত’। গল্পে দেখানো জমিদার বাড়ির জমিদার ঋত্বিক চক্রবর্তী, কিন্তু সে অন্ধ। তবে এটাই কেবল তাঁর চরিত্রের বিশেষত্ব নয়, এতে রয়েছে আরও নানা স্তর। অন্যদিকে, ইন্দ্রনীল একজন প্রত্নতাত্ত্বিক। সে এই জমিদার বাড়িতেই বিভিন্ন অনুসন্ধানের কাজে আসে। আর তারপরই জড়িয়ে পড়ে এই বাড়ির সঙ্গে। পাশাপাশি ওই জমিদার বাড়িতে একের পর এক খুন হতে থাকে। আর গল্পে আসতে থাকে নতুন নতুন মোড়। গল্পের বাঁকে বাঁকে কী অপেক্ষা করছে? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।
আরও পড়ুন: রাজ অতীত, সরস্বতী পুজোয় মিমির মনে নতুন বসন্ত! কে জাগাল ভালোবাসার যাতনা?
আগামী ২১ ফেব্রুয়ারিতে বড় পর্দায় মুক্তি পাবে ‘পরিচয় গুপ্ত’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রণ রাজ। ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়া এই ছবিতে আরও অনেক তারকা রয়েছেন। ছবিতে অন্যান্য প্রধান চরিত্রে রয়েছেন দর্শনা বনিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য। তাছাড়াও আরও অনেকে রয়েছেন।
পরিচালক ছবি প্রসঙ্গে বলেন, ‘ছবির নাম থেকেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ কোনও একটি বিষয় গোপন করতে চাইছে। এই ছবিতে যেমন রহস্য রয়েছে, তেমনই আছে বিনোদনও। কিছু মানুষকে পরিবারের চাপে তাদের প্রতিভাকে লুকিয়ে রাখতে হয়। সেই বিষয়টিই ফুটে উঠবে এই ছবির মধ্যে। সমাজের প্রতিটি মানুষই অল্প-বিস্তর নিজের আসল পরিচয় গোপন রাখেন। কখনও সমাজের চাপে আবার কখনও হয়তো পরিবারের চাপে প্রতিভাকে গোপন করে নিজেকে আটকে রাখতে হয়। আর সেই নিয়ে পরিচয় গুপ্ত।’
এই ছবির বেশির ভাগ শ্যুটিং হয়েছে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার জমিদার বাড়িতে। চলতি মাসেই পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড ও পান্ডে মোশান পিকচার্স-এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি 'পরিচয় গুপ্ত'।