বনফুলের গল্প অবলম্বনে কমেডি ছবি বানাচ্ছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আর তাতেই অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, ইশা সাহা ও পায়েল সরকার। জানা যাচ্ছে, বাংলা সাহিত্যে ছোটগল্পের জাদুকর বনফুলের গল্পকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে ফেলে সাজানো হচ্ছে ছবি।
জানা যাচ্ছে ছবির গল্পের নাম ‘একটু সরে বসুন’। ইতিমধ্যেই এই ছবিতে অভিনেতাদের লুক প্রকাশ্যে আনা হয়েছে। এই ছবিতে হৃত্বিক, পাওলি, পায়েল, ইশা ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মানসী সিনহা, রজতাভ দত্তর মতো অভিনেতারা। এই ছবিতে বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের গল্পকে বর্তমান সময়ের ছাঁচে ফেলে তৈরি করা হবে বলে খবর।
আরও পড়ুন-ব্যক্তিগত স্বার্থে মিথ্যা #Metoo-র অভিযোগ আনাকে সমর্থন করি না, এটা অন্যায়: সন্দীপ্তা সেন
আরও পড়ুন- শ্বাস নিতে অসুবিধা হত, হাঁপিয়ে যেতাম, মাটিতে বসলে উঠতে পারতাম না: অকপট ঋতাভরী
ছবির গল্পে দেখা যাবে, বাড়ির লোক ও পাড়াপ্রতিবেশীদের গঞ্জনায় অতিষ্ঠ হয়ে মফঃস্বলের এক বেকার যুবক চলে আসেল শহর কলকাতায়, চাকরির খোঁজে। সংস্কৃত নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করেছে সে। কলকাতায় এই সে দাদা-বৌদির বাড়িতে থাকতে শুরু করে। এই ছবির এই কেন্দ্রীয় চরিত্রের নাম গুড্ডু। এদিকে গুড্ডুর উপর নজরদারি করতে তাঁর পিছু নেয় মফঃস্বলে তাঁর লাভ ইন্টারেস্ট পিউ। শহরে এসে শুরু হয় প্রেম নিয়ে টানাপোড়েন। গুড্ডু ও পিউ, এই দুই চরিত্র ছাড়া রয়েছেন ফটকেদা, নতুন ভাই, রোকেয়া, মহিমা, জোগেন ও অন্যান্যরা। এখনও পর্যন্ত ছবির মুক্তির দিন ঠিক হয়নি বলেই জানা যাচ্ছে। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে বিগ ক্যাট ফিল্মস ও অনিন্দ্য দাশগুপ্ত।