ঋত্বিক চক্রবর্তী নাকি এবার একটি মাদককাণ্ডে জড়িয়ে পড়েছেন। সঙ্গে রয়েছেন শোলাঙ্কি রায়! সত্যিই কি তাই? এমনটা কী ঘটেছে? না, এমনটা এখনও ঘটেনি। তবে ঘটবে, তাও মৈনাক ভৌমিকের নতুন ছবিতে। ব্যাপারটা কী বুঝছেন না? চলুন খোলসা করে যাক।
মৈনাকের ক্রাইম থ্রিলারে ঋত্বিক এবং শোলাঙ্কি
মৈনাক ভৌমিক একটি ক্রাইম থ্রিলার নিয়ে আসতে চলেছেন। এই ছবিটির নাম হবে ভাগ্যলক্ষ্মী। সেই ছবিতেই জুটি বাঁধবেন ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কি রায়। এই ছবির গল্প এগোবে দুর্নীতিকে কেন্দ্র করে।
এখানে ঋত্বিক চক্রবর্তীর চরিত্রের নাম সত্য। সে পেশায় একজন সাংবাদিক। অন্যদিকে তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন শোলাঙ্কি রায়। তাঁর নাম কাবেরী হবে। এই ছবির বিষয়ে আনন্দবাজারকে পরিচালক জানিয়েছেন সত্য পেশায় একজন সাংবাদিক। সে মাদকচক্র নিয়ে একটি কপি করে ছাপাতে চায়। কিন্তু তাতে একজন রাজনীতিবিদ জড়িত থাকায় সেই খবর ছাপা হয় না। উল্টে সে চাকরি ছেড়ে বেরিয়ে আসে। এরপরই তাঁর বাড়ি এসে তাঁর এক বন্ধু মারা যায়। জানা যায় অতিরিক্ত মাদক সেবনের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। একই সঙ্গে তাঁর থেকে প্রচুর টাকা উদ্ধার করা হয়। আর এই কেসে জড়িয়ে পড়ে সত্য এবং তাঁর স্ত্রী। সেখান থেকে তাঁরা কীভাবে বের হয় সেটা নিয়েই হবে এই ছবি।
জানা গিয়েছে শোলাঙ্কি রায় বর্তমানে বিষহরি নামক একটি সিরিজের শ্যুটিং করছেন বর্তমানে। সেখানে তাঁর সঙ্গে রোহন ভট্টাচার্যকে দেখা যাবে। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি। এটার শ্যুটিং শেষ করে মৈনাকের ছবির কাজ শুরু করবেন অভিনেত্রী। জানা গিয়েছে সেপ্টেম্বর মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে।
আরও পড়ুন: টিভির গণ্ডি পেরিয়ে OTT-তে এবার মহিষাসুরমর্দিনী! দুর্গা রাজনন্দিনী পালের সঙ্গে থাকছে আর কোন চমক?
আরও পড়ুন: রবি ঠাকুরের ‘আমার সোনার বাংলা’য় আপত্তি! বাংলাদেশে তীব্র হচ্ছে জাতীয় সঙ্গীত বদলানোর দাবি
ঋত্বিক এবং শোলাঙ্কি ছাড়াও এই ছবিতে গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে লোকনাথ দে, সুজন মুখোপাধ্যায়, রতন সরখেল, প্রমুখ। প্রদীপ কুমার নন্দী এই ছবিটির প্রযোজনা করেছেন।