আসছে ‘ভাগ্যলক্ষ্মী’। খেটে খাওয়া এক স্বামী-স্ত্রীর ভাগ্য বদলে যাওয়ার গল্প। ঠান্ডা মাথায় খুন আর সেখান থেকেই লক্ষ্মী লাভের গল্প। তবে কাহিনী শুনে চেনা মনে হলেও, খুব একটা সহজ নয় এর সমীকরণ। ঠিক কতটা ভয়াবহ এই গল্প, কোন ঘটনার জালে জড়িয়ে রাতারাতি বদলে যাচ্ছে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের জীবনযাপনের সংজ্ঞা? তার খানিক আভাস মিলল ছবি ট্রেলারে।
মৈনাক ভৌমিক পরিচালিত ‘ভাগ্যলক্ষ্মী’ একটি থ্রিলার ধর্মী ছবি। শুক্রবার ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, দিল্লিতে ছেলেকে পড়তে পাঠিয়েছে সত্য ও কাবেরী। ছেলের পড়াশোনার একটা বিরাট খরচ তাঁদের কাঁধে, পাশাপাশি রয়েছে তাঁদের সংসারের খরচও। বিরাট এই খরচ সামলাতে না পেড়ে বেশ টানাটানিতে ওই মধ্যবিত্ত সংসার। কিন্তু তারপরই তাঁদের জীবন ঘটে যায়। এক অদ্ভুত ঘটনায় রাতারাতি বদলে যায় তাদের সাদামাটা জীবন। স্বামী-স্ত্রী জড়িয়ে পড়ে অপরাধের জালে।
আরও পড়ুন: ‘আলিয়ার সঙ্গে কাজ করলে পরের ছবির ব্যান্ড বেজে যাবে’, কেন এমন বললেন 'জিগরা'র পরিচালক ভাসান বালা?
আচমকাই এক রাতে সায়ন নামে এক বন্ধু তাঁদের বাড়িতে আসে। অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয় তার। এরপরই সায়নের স্যুটকেশ ভর্তি টাকা উদ্ধার করে সত্য। সেই টাকার রহস্য উদঘাটন করতে গিয়ে মাদক পাচারের বিপজ্জনক জালে জড়িয়ে পড়েন সে আর তার স্ত্রী। হতে থাকে একের পর এক খুন। কীভাবে খুন হচ্ছে তার কিনারা করতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে। শেষে নানা সূত্র ধরে পুলিশ সত্য ও কাবেরীর কাছে পৌঁছলে তারা মুখ তো খোলেই না, বদলে পুলিশের দিকে ছুঁড়ে দেয় প্রমাণ করার চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত কী পুলিশ সব সত্যি জানতে পারবে? নাকি সত্য-কাবেরীর সত্যি হারিয়ে যাবে অপরাধের অন্ধকারে? নতুন বছরে রহস্যে মোড়া এই ক্রাইম থ্রিলার ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
পরিচালক মৈনাক ভৌমিকের এই ছবির হাত ধরে টলিউড প্রথমবারের জন্য জুটি হিসেবে পেতে চলেছে ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায়কে। ঋত্বিকের চরিত্রের নাম সত্য। শোলাঙ্কিকে তাঁর স্ত্রী 'কাবেরী'র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ঋত্বিক-শোলাঙ্কি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার।
আরও পড়ুন: ‘মিঠাই’-এর পর ফের ছোট পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোন চ্যানেলে দেখা মিলবে নায়িকার?
২০২৫ সালের ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে 'নন্দী মুভিজ'। মৈনাকের পরিচালনায় রহস্যের ছবি। এই প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ‘এক সাধারণ মধ্যবিত্ত দম্পতি যদি মৃত্যু রহস্যে জড়িয়ে পড়ে, অপরাধের দুনিয়ার সাক্ষী হয় তখন তাঁদের ঠিক কী পরিস্থিতি হয়, সেটাই ছবিতে তুলে ধরতে চেয়েছি। 'ভাগ্যলক্ষ্মী' কিছুটা বাস্তবের ছবি তুলে ধরছে আর কিছুটা কাল্পনিক।’