ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) তাঁর আগামী ছবি একটু সরে বসুন এর কাজ শুরু করলেন। কলকাতাতেই শুরু হল তাঁর এই ছবির কাজ। অভিনেতা নিজেই এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে জানালেন সেই খবর।
কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee) এই ছবির পরিচালনা করবেন। প্রযোজনা করবেন ক্যাট ফিল্মস ও অনিন্দ্য দাশগুপ্ত। এটি একটি কমেডি ঘরানার ছবি হতে চলেছে। মূলত বনফুলের একটি ছোট গল্পের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি।
এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীকে প্রধান ভূমিকায় দেখা যাবে। তাঁর সঙ্গে এই ছবিতে থাকবেন পাওলি দাম (Paoli Dam), রজতাভ দত্ত (Rajatabha Dutta), ইশা সাহা (Ishaa Saha), পায়েল সরকার (Payel Sarkar) সহ দুই শিশু শিল্পীকে। এছাড়া থাকবেন পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhayay), মানসী সিনহা, প্রমুখ। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এই ছবিকে বর্তমান সময়ের ধাঁচে ফেলে তৈরি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
একটু সরে বসুন ছবির কাজ শুরু হতেই সেই ছবির শ্যুটিংয়ের একাধিক ছবি শেয়ার করলেন ঋত্বিক। জানালেন ছবির ব্যাপারে নানা তথ্য।
অভিনেতা এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে একটা লম্বা লেখা লেখেন। ঋত্বিক তাঁর এই ফেসবুক পোস্টে লেখেন, 'আমাদের নতুন ছবি একটু সরে বসুন-এর শ্যুটিং চলছে। কমেডি ছবি। কলকাতায় চাকরি খুঁজতে আসা এক যুবকের এসময়ের গোলকধাঁধায় পাক খাওয়ার গল্প বলতে পারেন। বনফুলের গল্প অবলম্বনে কমলেশ্বর মুখার্জি পরিচালক।'
তাঁর পোস্ট করা এই ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে তিনি পাওলি দামের সঙ্গে কোনও কবর স্থানে দাঁড়িয়ে আছেন। অন্য আরেকটি ছবিতে তাঁকে দুই শিশু শিল্পীর সঙ্গে পথের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একটি ছবিতে তিনি পার্কের মধ্যে বসে রজতাভ দত্তের সঙ্গে কথা বলছেন এমনটাও দেখা যায়। ফলে সমস্ত ছবি থেকে এটা স্পষ্ট যে পুরোদমে এই ছবির কাজ এগিয়ে চলেছে। সেটাই এই বিহাইন্ড দ্য সিনের দৃশ্যগুলো প্রমাণ করে দিল।
এই ছবির গল্পে উঠে আসবে বাড়ির লোক ও পাড়াপ্রতিবেশীদের গঞ্জনায় অতিষ্ঠ হয়ে মফঃস্বলের এক বেকার যুবক চলে আসেল শহর কলকাতায়, চাকরির খোঁজে। সংস্কৃত নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করেছে সে। কলকাতায় এই সে দাদা-বৌদির বাড়িতে থাকতে শুরু করে। এই ছবির এই কেন্দ্রীয় চরিত্রের নাম গুড্ডু। এদিকে গুড্ডুর উপর নজরদারি করতে তাঁর পিছু নেয় মফঃস্বলে তাঁর লাভ ইন্টারেস্ট পিউ। শহরে এসে শুরু হয় প্রেম নিয়ে টানাপোড়েন।