টলিউডের অশান্তি ফের চরমে পৌঁছেছে। পরিচালকরা জানিয়ে দিয়েছেন লিখিত ভাবে তাঁদের শর্ত যতদিন না মেনে নেওয়া হচ্ছে ততদিন তাঁরা শ্যুটিং করবেন না। এদিকে সিরিয়ালের শ্যুটিংয়ের কল টাইম দিয়েছে এদিন কিছু চ্যানেল। তারপর সেটা নিয়ে বিদ্রুপ করলেন ঋত্বিক চক্রবর্তী।
কী লিখেছেন ঋত্বিক চক্রবর্তী?
এদিন টলিউডের বর্তমান অবস্থা নিয়ে বিদ্রুপের সুরে একটি পোস্ট করেন ঋত্বিক চক্রবর্তী। সেখানেই তিনি লেখেন, 'বাংলার সিনেমা, টিভি, ওটিটির পরিচালকরা জানিয়েছেন নিজেদের কাজের জায়গায় তাঁরা ধারাবাহিক ভাবে অপমানিত। আজ থেকে শ্যুটিং-এ নিজেদের প্রত্যাহার করেছেন পরিচালকরা। সংশ্লিষ্ট কতৃপক্ষ লিখিত সদুত্তর দিতে না পারা অবধি এই প্রত্যাহার অব্যাহত থাকবে।' একই সঙ্গে তিনি ব্যঙ্গের সুরে বলেন, 'পরিচালকরা থাকবে না তাও শ্যুটিং হবে! তবে কি সব বাঘা বাঘা শ্যুটিং আজ থেকে গুপি শ্যুটিং?'
তাঁর এই পোস্টে অভিনেতা দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্য লেখেন, 'পরিচালক ছাড়াই তো শ্যুটিং শুরু হয়েছে শুনলাম।' এক ব্যক্তি লেখেন, 'এমনিতেই মনোরঞ্জনের নামে অখাদ্য গেলানো চলছে, যে কয়েকটি ভালো কাজ হতো তাও এবার বন্ধ! নিশ্চিন্তে পিছন দিকে এগিয়ে চলুন।' আরেকজন লেখেন, 'হ্যাঁ এটা দরকার ছিল। কয়েকদিন আপনাদের, টেকনিশিয়ানদের সবারই খুব অসুবিধে হবে। কিন্তু এভাবে সত্যি চলতে দেওয়া যায় না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আর কি, এবার খোল, করতাল নিয়ে হরি নাম সংকীর্তন করতে বেরিয়ে পড়ুন, দাদা।'
আরও পড়ুন: এক দশক পর ফের একসঙ্গে স্বস্তিকা-পাওলি! ডার্ক কমেডি ছবিতে থাকছেন আর কারা?
প্রসঙ্গত এদিন স্বরূপ বিশ্বাস জানিয়েছেন তাঁদের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথা হয়েছে। আর কোনও সমস্যা নেই। তিনি তাঁর সিনেমার কাজ শুরু করতে পারেন। কিন্তু বারবার এভাবে পরিচালকদের ব্যাকলিস্ট করা নিয়ে আপত্তি তুলেছেন পরিচালক গিল্ড। বৃহস্পতিবার বৈঠকের পর সেটা তাঁরা সাফ সাফ জানিয়ে দেন। বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এভাবে কাউকে যখন তখন মৌখিক বা লিখিত ভাবে ব্যাকলিস্ট করা যাবে না। দেন আরও বেশ কিছু শর্তাবলী।