কিছুদিন আগে সইফ আলি খানের বাড়িতে একজন আততায়ী ঢুকে পড়েন, ছুরি দিয়ে আঘাত করেন অভিনেতাকে। যদিও তারপর অভিনেতা দ্রুত সুস্থও হয়ে উঠেছেন। কিন্তু তাঁর সঙ্গে ঘটা গোটা ঘটনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বার করেছেন একাধিক লুপহোল। এবার সেই ঘটনা ঘটল ঋত্বিক চক্রবর্তীর সঙ্গেও? কী জানালেন অভিনেতা?
আরও পড়ুন: 'একটা সময় হানিমুন পিরিয়ড, শরীরের মোহ চলে যায়, তখন...' ভালোবাসা আর অভ্যাসের ফারাক বোঝালেন পরম
কী ঘটেছে?
ভয় পাবেন না। আসলে এদিন সইফ আলি খানের সঙ্গে ঘটা ঘটনাকে ব্যবহার করে ঋত্বিক চক্রবর্তী তাঁর আগামী ছবি পরিচয় গুপ্তর প্রচার করছেন। তিনি তাঁর পোস্ট করা এই ভিডিয়োতে বলেন, 'একটু আগে একটা আশ্চর্য ঘটনা ঘটল আমার সঙ্গে। আমি আসলে হতভম্ব। একটা লোক আমার বাড়িতে ঢুকে পড়েছিল। আমাদের ব্যালকনিতে, আমাদের ব্যালকনিটা খোলা। আমি বই পড়ছিলাম। আমি টের পাইনি যে কেউ ঢুকেছে। আমি ফ্রিজের কাছে এসেছিলাম জল খেতে। আমি যখন জল খাচ্ছি তখন ও একেবারে সামনে এসে গেছে। ধাক্কাধাক্কি হয়। ও আমায় ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি। আমার গলা দিয়ে চিৎকার বেরোয় দুই একটা।'
তিনি এদিন আরও বলেন, 'যখন চিৎকার করে উঠি আমার বাড়ির লোক চলে আসে তখন ও এই দরজাটা দিয়ে পালায়। কিন্তু তারপর আমি সিসিটিভি চেক করেছি। ফুটেজটি দেখেছি। আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও দেখুন।' তারপর সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি মুখ বেঁধে কাঁধে ব্যাগ নিয়ে নামছেন সিঁড়ি দিয়ে। তরুর আবার উঠে এসে সিসিটিভির সামনে এক টুকরো কাগজ ধরেছেন যেখানে লেখা, 'এটুকুই জানাতে এসেছিলাম। পরিচয় গুপ্ত আসছে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫। আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।'
আরও পড়ুন: রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে 'উজান'-এ ভাসলেন শ্রেয়া-শ্রীজাত! সঙ্গী সেলিম-সুলেমান
ঋত্বিক এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'এইটুকুই জানাতে এসেছিলাম।' তাঁর এই কাণ্ড দেখে হাসি থামছে না তাঁর অনুরাগীদের। এক ব্যক্তি লেখেন, 'তুমি গুরু জিনিয়াস।' আরেকজন লেখেন, 'কোনও সইফ আহত হননি এতে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হাহা! আপনি পারেনও বটে।'