চালচিত্র বক্স অফিসে এখনও রীতিমত দাপট দেখাচ্ছে। প্রতিম ডি গুপ্ত পরিচালিত এই ছবিটি দর্শক, সমালোচকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। টোটা শান্তনু অনির্বাণ অভিনীত ছবিটির সাফল্যের পরই নতুন ছবির কথা ঘোষণা করলেন প্রতিম ডি গুপ্ত। সেই ছবিতে দেখা মিলবে ঋত্বিক চক্রবর্তীর। মাছের ঝোলের পর আবার প্রতিমের পরিচালনায় ধরা দেবেন ঋত্বিক। সঙ্গে থাকবেন কে?
প্রতিম ডি গুপ্তর নতুন ছবি
প্রতিমের নতুন ছবির নাম রান্নাবাটি। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারকে। এই ছবিতে ঋত্বিকের চরিত্রের নাম সুমিত দাশগুপ্ত। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে এই চরিত্রের কিশোরী মেয়ে। ঋত্বিকের চরিত্রের স্ত্রীর আকস্মিক মৃত্যুতে সে প্রায় অথৈ জলে পড়ে। মাছের ঝোল ছবিতে তাঁর চরিত্র রান্না জানলেও এখানে কিছুই পারে না। বোঝে না মেয়ের মনে কী চলছে। ফলে তাদের বনিবনার একটা সমস্যা দেখা দেয়। সেখানেই এন্ট্রি নেবে ঋতা রে। সে রান্নায় পটিয়সী। ক্লাসও করায় রান্না শেখানোর। এই চরিত্রে দেখা মিলবে সোহিনীর। আলাপ হওয়ার পর কীভাবে সোহিনী ইবনে ঋত্বিকের চরিত্রের রসায়ন বদলায় বা সম্পর্ক তৈরি হয়, কী ঘটে তারপর সেটা নিয়েই এই ছবি।
জানা গিয়েছে ঋত্বিকের মেয়ের চরিত্রে কে থাকবে সেটা এখনও ঠিক হয়নি। তবে আগামী সপ্তাহে চরিত্রদের লুক সেট হবে। চলতি মাসের শেষ থেকেই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনির্বাণ চক্রবর্তী এবং লোকনাথ দে।
আরও পড়ুন: ফারহানের রক অনের গল্পের অনুপ্রেরণা ক্যাকটাস! চাঞ্চল্যকর দাবি সিধুর
চালচিত্র প্রসঙ্গে
চালচিত্র ছবিটির পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, তানিকা বসু, প্রমুখ। ছবিটিতে উঠে এসেছে শহরের বুকে পরপর ঘটে যাওয়া কিছু মহিলার খুনের ঘটনা। একবারে থ্রিলার থেকে সোজা অন্য রকমের ছবি যে প্রতিম আনতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না।