ঋত্বিক চক্রবর্তী বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভোকাল। সমস্ত বিষয় নিয়েই তিনি তাঁর মতামত জানান। কখনও ভিডিয়ো আকারে, কখনও পোস্ট করে। এবার লোকসভা নির্বাচনে ঘটা একটি বিশেষ কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন তিনি। কী কাণ্ড? ভোট দিতে গিয়ে রিল বানানো। আর সেটা দেখেই এবার একটি পোস্ট করে ফেললেন অভিনেতা।
আরও পড়ুন: 'জোকসেও সংরক্ষণ!', দলিত কমেডিয়ানদের প্রতিবাদের ভাষাই কমেডি, কী বললেন মনজিৎ - অঙ্কুররা?
কী লিখলেন ঋত্বিক?
ঋত্বিক চক্রবর্তী এদিন ভোট দিতে গিয়ে রিল বানানোর বিষয় নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি এবারের লোকসভা নির্বাচনকে কন্টেন্ট ক্রিয়েটরদের ভোট বলে ব্যাখ্যা করলেন।
এদিন ঋত্বিক তাঁর পোস্টে লেখেন, 'রোজ নতুন নতুন শর্ট - ভিডিয়ো! মনে হচ্ছে এটা ডিজিটাল ক্রিয়েটারদের ভোট।'
কে কী বলছেন?
অনেকেই ঋত্বিকের এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অবশ্যই। এখন শুধু বুথের ভিতরে ভোট দিতে গিয়ে বাদল বর্ষা বিজলি গানে হঠাৎ নেচে ওঠার ভিডিয়ো পেলেই মনটা শান্ত হয়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ঠিক বলেছেন দাদা। আমরা শুধু হা করে দেখতে থাকি আর ভাবি আমরা পৃথিবীতে এসেছি শুধু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানাতে আর এই সব ভিডিয়োগুলো দেখতে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ইয়ে অ্যায়সা ওয়সা ভোট নেহী রে বাওয়া... বেঙ্গল কা ভোট হ্যায়।'
প্রসঙ্গত ঋত্বিক চক্রবর্তীকে শেষবার হইচই প্ল্যাটফর্মের সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচে দেখা গিয়েছিল। সেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন।