বিতর্কে নাম জড়াল রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রিয়ান পরাগের। আইপিএল শেষ হতে না হতেই কী ঘটালেন তিনি যা নিয়ে হইচই পড়ে গিয়েছে? সম্প্রতি রিয়ান পরাগের সার্চ হিস্ট্রি ফাঁস হয়ে গিয়েছে। আর তাতেই দেখা গেল সারা আলি খান, অনন্যা পাণ্ডের নাম।
আরও পড়ুন: পরীমনি অতীত, শাকিবের প্রাক্তন স্ত্রী বুবলিকে বিয়ে করলেন শরিফুল রাজ! ব্যাপারটা কী?
কী বিতর্কে নাম জড়ালেন রিয়ান পরাগ?
রিয়ান পরাগ তাঁর পারফরমেন্সের মাধ্যমে নজর কেড়েছেন এবারের আইপিএলের মরশুমে। কিন্তু কোয়ালিফায়ার ২ তে তাঁর দল পরাজিত হয় হায়দরাবাদের কাছের। তিনি এই দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান। রবিবার ২৬ মে আইপিএলের মরশুম শেষ হতেই বিতর্কে নাম জড়াল রিয়ান পরাগের। এদিন রিয়ান পরাগ তাঁর একটি গেমিং সেশনের লাইভ করেছিলেন ইউটিউবে। আর সেখানেই দেখা গিয়েছে তাঁর সার্চ হিস্ট্রি। আর সেই সার্চ হিস্ট্রিতে দেখা গেল দুই বলিউড তারকার নাম।
আরও পড়ুন: দ্বিতীয়বার নিকাহ পড়লেন মুনাওয়ার! কার সঙ্গে গোপনে বিয়ে সারলেন বিগ বস ১৭ এর বিজয়ী?
সারা আলি খান হট, অনন্যা পাণ্ডে হট লিখে তিনি ইউটিউবে সার্চ করেছিলেন। আর সেটাই এদিন তাঁর লাইভ চলাকালীন দেখা গেল। সেটা নিয়েই হইচই পড়ে গিয়েছে। আসলে এদিন রিয়ান তাঁর গোটা স্ক্রিন শেয়ার করে ফেলেছিলেন লাইভ চলাকালীন। আর সার্চ হিস্ট্রি ডিলিট করতে বা স্ক্রিন হাইড করতে এই সময় ভুলে যান। আর তাতেই ধরা পড়ে যায়। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: জটিলতা কাটিয়ে রানি আজ ডাক্তার, দুর্জয়ও ফিরল শহরে, দুজনে আবার কি কাছে আসবে? নাকি জিতবে ষড়যন্ত্র
বর্তমানে যদিও রিয়ান পরাগ তাঁর সেই বিতর্কিত ভিডিয়ো ডিলিট করে দিয়েছেন। কিন্তু হলে কি হবে, এই মুহুর্তের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় তাঁকে সকলে তুলোধোনা করছেন রীতিমত।