আবারও পরিচালকের আসনে বসতে চলেছেন অভিনেতা রিজওয়ান রব্বানী শেখ। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি যে একজন বড় মাপের পরিচালক, সেটা প্রমাণিত হয়েছিল কালী কথা কলিকাতা নামক একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি থেকেই।
ছোট পর্দা থেকে বড় পর্দা, সর্বত্র সমানভাবে অভিনয় করেছেন তিনি। বারবার নিজেকে প্রমাণ করেছেন ক্যামেরার সামনে। একইভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন ক্যামেরার পেছনেও। চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে রিজওয়ান পরিচালিত ছবি ‘কালী কথা কলিকাতা’।
আরও পড়ুন: 'খুব শীগ্রই সেটা জানতে পারবে...', রুক্মিণীকে বিয়ে নিয়ে কী বললেন দেব?
আরও পড়ুন: ভেদাভেদ ভুলে জুবিনকে শ্রদ্ধা পাকিস্তানের, গানে গানে স্মরণ সঙ্গীত শিল্পীকে
এই ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছিলেন তিনি নিজেই। নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন আলেকজান্দ্রা টেলর। এবার আবারো পরিচালনার আসনে বসতে চলেছেন অভিনেতা। তবে এবার আর স্বল্প দৈর্ঘ্যের ছবি নয়, তিনি বাড়াতে চলেছেন একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি।
এই নতুন সিনেমা সম্পর্কে আজকাল ডট ইনকে একটি সাক্ষাৎকারে পরিচালক তথা অভিনেতা জানান, তিনি চিরকালই বাস্তবধর্মী ছবি তৈরি করতে চান। শুধু প্রেম নয়, সমাজের বিভিন্ন দিক ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন তিনি।
আরও পড়ুন: বাথরুমে ছেলেকে নিয়ে এ কী করলেন সুদীপ! ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
আরও পড়ুন: নাগপুরে বন্ধুর হাতে খুন অমিতাভ বচ্চনের সহ অভিনেতা, আটক অভিযুক্ত
রিজওয়ানের কথায়, দর্শকদের মনের কাছাকাছি পৌঁছানোর জন্য ছবি গল্প একেবারে সাধারণভাবে তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ থেকে রুচিসম্মত দর্শক, সকলেরই এই ছবিটি ভালো লাগবে এমন ভাবেই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে।
তবে পরিচালক তথা অভিনেতা জানিয়েছেন, চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। শ্যুটিং এখনও শুরু হয়নি। মুখ্য চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন এমনটাই ইচ্ছে রয়েছে তবে সব সামলে যদি সেটা না হয় তবে অন্য কাউকে নিয়ে ভাববেন তিনি।
সিনেমায় নায়িকা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছে রয়েছে ছোট পর্দার কোনও এক অভিনেত্রীকে। তবে তিনি কে, সেটা এখনও ঠিক করেননি রিজওয়ান। যদিও কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে শুরু হয়ে যেতে পারে ছবির কাজ।
প্রসঙ্গত, সম্প্রতি ‘মৃগয়া’ ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন রিজওয়ান। প্রমাণ করেছেন, যে কোনও চরিত্রই তিনি ভীষণভাবে সাবলীল