কদিন পরেই আসতে চলেছে ইদ। টানা একমাস রোজা পালন করছেন মুসলিম ধর্মালম্বী মানুষ। এই তালিকায় রয়েছেন বলি-টলির একাধিক সেলিব্রিটি। সকলের মতোই নিয়ম করে রাত জাগছেন, নামাজ পড়ছেন জনপ্রিয় টেলি অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ।
চরিত্রের খাতিরে এবং ব্যস্ততার জন্য সারা বছর কড়া ডায়েটের মধ্যে থাকেন রেজওয়ান। রমজানের সময়ও তার অন্যথা হয়নি। বাড়িতে নিজের হাতেই বানিয়ে নিচ্ছেন স্বাস্থ্যকর সুস্বাদু খাবার। প্রতিদিন খাদ্য তালিকায় থাকছে ওটস, সুস্বাদু ডেজার্ট। সব মিলিয়ে কেমন কাটছে রমজান মাস? জানালেন অভিনেতা নিজেই।
আরও পড়ুন: সিকান্দর নিয়ে চড়ছে পারদ! কবে মুক্তি পাচ্ছে সলমনের ছবি? কী আপডেট দিলেন ভাইজান?
আরও পড়ুন: হায়দরাবাদে বসবে মিস ওয়ার্ল্ডের আসর! কত কোটি বরাদ্দ করল তেলেঙ্গানা সরকার?
সম্প্রতি আনন্দ ডট কমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেজওয়ান বলেন, রমজান মাস প্রায় শেষ হতে চলেছে। আর কয়েকটা দিন বাকি। ব্যস্ততার কারণে হয়তো নামাজ পড়ার সময়টা এদিক ওদিক হয়, তবে নিয়ম মেনে রোজা রাখি, শ্যুটিং থাকলেও।
অভিনেতা বলেন, ‘গতবছর এই সময় একটি ধারাবাহিকের শ্যুটিং চলছিল, তবে এবার সেই ব্যস্ততা নেই। হাতে অনেকটাই সময় রয়েছে। বাড়িতে থাকার কারণে সঠিক সময় নামাজ পড়ছি, প্রতি রাত জাগছি, ঠিক ভোর ৫ টায় ঘুমোতে যাচ্ছি। সবটাই নিয়ম ধরে করার চেষ্টা করছি।’
বাজার থেকে কিনে আনার পাশাপাশি বাড়ির ছাদে থাকা ফলের গাছ থেকে ফল এনে প্রতিদিন ডেজার্ট তৈরি করছেন অভিনেতার মা। প্রতিদিনের খাদ্য তালিকায় কী কী থাকছে তা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘এই সময় ফলাহার তো হয়, এটা আমরা সকলেই জানি। এছাড়া আমাদের বাগানে বেশকিছু স্ট্রবেরি গাছ রয়েছে, সেগুলি দিয়ে মা রাবড়ি বানিয়েছিল একদিন। এছাড়া প্রতিদিন খাবারে থাকছে ছাতুর পরোটা, শাহি টুকরা, মুখরোচক চাট আর বিভিন্ন রকম মিষ্টি।’
আরও পড়ুন: বলিউডকে বাঁচিয়ে রাখার জন্য দর্শকদের কাছে কাতর আবেদন জাভেদ জাফরির! কী বললেন?
আরও পড়ুন: ওড়িশার পালা শেষ, শ্যুটিং শেষে স্থানীয়দের সঙ্গে ছবি তুললেন ‘SSMB29’ তারকারা
ইদের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বধুয়া অভিনেতা বলেন, ‘আমার ভাই এখন কাজের সূত্রে অন্য শহরে। আমি একাই আছি। তাই আলাদা করে কোনও পরিকল্পনা নেই। শহরে থাকব নাকি অন্য কোথাও বেড়াতে যাব, সেটাও এখনও ঠিক করিনি।’
রমজান মাস শুধু নয়, সারা বছরই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন রেজওয়ান। শুধু নিজের জন্য নয়, বাড়ির পাশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেটাই প্রার্থনা করেন তিনি। চারিদিকে চলা হিংসা-ঘৃণা-ভেদাভেদ ভুলে যাতে মানুষ মানুষের কাছাকাছি আসতে পারে, এই প্রার্থনাই করেন তিনি রোজ। প্রাচুর্যের থেকে মানসিক শান্তি যে কতটা জরুরী, সেটাও মনে করিয়ে দিলেন অভিনেতা।