বাংলা ভাষার প্রচার, বাংলায় হিন্দি আগ্রাসন নিয়ে লাগাতার কাজ করে চলেছে বাংলা পক্ষ। এদিন তাঁরা আরজে অয়ন্তিকার একটি ভিডিয়ো পোস্ট করে দেখালেন একটা সময় যিনি বাংলা মাধ্যমে পড়ে কিছু হবে না জীবনে মন্তব্য করেছিলেন তিনি এদিন বললেন যে বাংলায় বাংলা ভাষা জরুরি।
আরও পড়ুন: 'একটা সময় হানিমুন পিরিয়ড, শরীরের মোহ চলে যায়, তখন...' ভালোবাসা আর অভ্যাসের ফারাক বোঝালেন পরম
কী বললেন আরজে অয়ন্তিকা?
এদিন বইমেলায় এস নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে আরজে অয়ন্তিকা বলেন, 'বাংলা অবশ্যই বাধ্যতামূলক হওয়া উচিত। কিন্তু অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষার কোনও ক্ল্যাশ নেই। কিন্তু হ্যাঁ যে যেখানে রয়েছে, যে মাটির লোকজন সেখানে সেখানকার মাতৃভাষার একটা প্রাধান্য তো পাওয়াই উচিত। বিভিন্ন রাজ্যেও দেখা গেছে যে সেখানকার স্থানীয় ভাষাকে একটা প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে বাংলাতেও বাংলার প্রাধান্য থাকা উচিত।'
কিন্তু কীভাবে এই বদল সম্ভব, যেখানে বাইর থেকে যাঁরা বাংলায় কাজ করতে এসে, দীর্ঘদিন থেকেও ভাষাটা শেখা তো দূর অস্ত, উল্টে বাংলা বলতে বললে বাংলাদেশে চলে যেতে বলে সেখানে কী করে বদল ঘটানো সম্ভব? এই বিষয়ে তিনি বলেন, 'কোথাও যদি আমরা চাকরি করতে যাই, সেখানেও যদি আমাদের ইন্টারভিউটা বাংলায় নেওয়া হয় বা সেখানে যে সিভি আমাদের দিতে হয় সেটাও যদি বাংলায় দেওয়া যায়, এবং কেউ যদি বেছে নিতে পারে যে আমি বাংলায় কথা বলব, তাতে কোনও আপত্তি না থাকে তাহলে আমার মনে হয় নিজে থেকে কালচারটা সেট হয়ে যাবে।'
আরও পড়ুন: ‘যখন গল্পটা বললাম, হাউহাউ করে কাঁদল...’, এই রাত তোমার আমার-এর নেপথ্যের কাহিনি জানালেন পরমব্রত
এদিন এই সাক্ষাৎকার বাংলা পক্ষের তরফে শেয়ার করা হয়। লেখা হয়, '২০২২ সালে RJ অয়ন্তিকা বলেছিল, বাংলা মাধ্যমে পড়ে কিছু হবে না। ২০২৫ সাল- অয়ন্তিকা চাইছে স্কুলে বাংলা বাধ্যতামূলক হোক। বাঙালি কি তাহলে এভাবেই জেগে উঠছে? সবাই এভাবেই বাংলা ভাষা ও বাঙালির পক্ষে বলবে। তাই আজ যারা বিরোধী, আগামীকাল তারাই সহযোদ্ধা।'