বর্তমান সময়ে বেশ চর্চায় আছেন আরজে মাহভাশ। আর হবে নাইবা কেন, ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর প্রেম-চর্চা চলছে যে! কদিন আগেই খবর আসে, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা ৩ বছর পর পর, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। আর সেই খবর, অনুরাগীরা হজম করতে না করতেই, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে গ্যালারিতে চাহাল-মাহভাশের ঘনিষ্ঠতা ভাইরাল হয়। যাই হোক, আপাতত ভাইরাল আরজে মাহভাশের একটি ইনস্টাগ্রাম পোস্ট। কার দিকে ইঙ্গিত করে লিখলেন এসব?
মাহভাশের ইনস্টাগ্রাম পোস্ট:
সম্প্রতি একটি পুরষ্কার অনুষ্ঠানে ‘সেরা মেগা ইনফ্লুয়েন্সার’ পুরস্কার পান তিনি। আর সেই পোস্ট শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, ‘ছোট্ট মাহভাশ আজ এই মাহভাশের জন্য গর্ব করবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি শুধু নিজের কাজ করে যান। ভুল করবেন না, ভুল শুনবেন না।’

সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি মাহভাশ শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘ব্র্যান্ড প্রোমোশনের জন্য ২০০০ টাকা নেওয়া থেকে শুরু করে ফিল্ম প্রোডিউসার হওয়া পর্যন্ত... আমি সবই দেখেছি। বিশ্বাস করুন, একটি ছোট শহর থেকে বেরিয়ে এসে আমাদের পক্ষে তখন ম্যাকডোনাল্ডসে যাওয়া একটি বড় বিষয় ছিল ... মেট্রো সিটিতে ঘুরে বেড়ানোর উন্মাদনা আলাদাই ছিল। তাহলে একা একা চলে আসুন নতুন শহরে... এবং আপনার নিজের সব স্বপ্ন অর্জন করুন...! নিজে নিজে কিছু করার মজাই আলাদা! এত বড় স্বপ্নও দেখিনি, যত বড় অর্জন করতে পেরেছি। এটাই আমার প্রথম পুরস্কার নয়, তবে প্রতিটি ছোট ছোট অর্জনই বিশেষ অনুভূতি।’
সম্প্রতি, নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি পর্যন্ত মাহভাশের ফলোয়ারের সংখ্যা ছিল ১৫ লাখ। এদিকে তাঁর ও যুজবেন্দ্র চাহালের ডেটিংয়ের গুঞ্জন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার ফলোয়ার বেড়েছে ৮ লাখ। অর্থাৎ, তাঁকে এখন ইনস্টাগ্রামে ফলো করেন ২৩ লাখ মানুষ।
ট্রোল হলেন আরজে
কমেন্ট সেকশনেও দেখা গেল আরজে মাহভাশকে সেটাই মনে করিয়ে দিলেন কিছু নেটিজেনরা। একজন লেখেন, ‘লোকের সংসার ভেঙে, বিখ্যাত হওয়া খুব সহজ’। আরেকজন লেখেন, ‘আমরা আপনাকে চিনি চাহাল ভাইয়ের জন্য।’ তৃতীয়জনের মন্তব্য, ‘ধনশ্রী আপনার উপর নজর রাখছেন।’ আরেকজন লিখলেন, ‘আপনি তো এখন বউদি ২.০, তাই আপনাকে ফলো করছি’। যদিও দেখা গেল, অনেকেই মাহভাশকে তাঁর অ্যাওয়ার্ডের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, কয়েকদিন আগে দেখা যায় যে, ধনশ্রী তাঁর আর চাহালের কিছু ফোটো ইনস্টাগ্রামে আন-আর্কাইভ করে দিয়েছেন। যা দেখে আবার ভক্তদের মনে ধারণা হয়, বুঝি বা সব ঠিক হতে চলেছে। ধনশ্রীর আইনজীবীরা জানিয়ে দিয়েছেন, ডিভোর্সের মামলা আদালতে চললেও, সব আইনি প্রক্রিয়া শেষ হয়নি এখনও। সঙ্গে যে ৬০ লাখের খোরপোশের কথা শোনা গিয়েছিল, সেটা নিয়েও মন্তব্য করতে চাননি কেউ।