বিগত কয়েকদিন ধরে যে চর্চা চলছে টলিউডে তার অন্যতম হল রাহুল মুখোপাধ্যায়ের নিয়মভঙ্গের অপরাধে তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা। সম্প্রতি জানানো হয়েছে তিনি SVF এর আসন্ন ছবিতে পরিচালক হিসেবে থাকবেন না। বরং থাকছেন ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে। কিন্তু এই গোটা বিষয়ে পরিচালকের বদলে ফেডারেশনের দোষ খুঁজে পেলেন আরজে সোমক। ওরফে অভিনেতা সোমক ঘোষ।
আরও পড়ুন: পুজোর সময়ই মুক্তি পাবে প্রসেনজিৎ-অনির্বাণের ছবি, অনড় SVF! রাহুল সরে পরিচালক হলেন কে?
কী জানিয়েছেন সোমক ঘোষ?
সোমক এদিন তাঁর ফেসবুকে একটি পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেন এই গোটা বিষয় নিয়ে ফেডারেশন যেভাবে আচরণ করছে এটা স্বৈরাচারী আচরণ। তিনি প্রশ্ন তুলেছেন শিল্পীদের স্বাধীনতা নিয়ে। সোমক তাঁর পোস্টে লেখেন, 'ফেডারেশন আইন বানাতে পারে? আমি তো জানতাম এই দেশের আইন তৈরি হয় পার্লামেন্টে! মাফ করবেন, civics -টা বরাবরই নড়বড়ে। তাই যদি হয় তাহলে নিজেদের বানানো নিয়মকে আইনের মতো চাপিয়ে দিচ্ছে ফেডারেশন এবং দিনের পর দিন, সিনেমাকর্মীরা এটা মেনে চলেছে, কারণ বেকার ঝামেলা করে লাভ নেই। তাহলে এটাকেও আমি স্বৈরাচারী ব্যবহার বলতে পারি। তাহলে পরের প্রশ্ন - প্রতিবেশী দেশের জন্য যদি প্রতিবাদ করা যায়, তাহলে খোদ নিজের শহরে, নিজের রাজ্যে এমন স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে উঠবেন না শিল্পীরা?' তিনি আরও লেখেন, 'এরপরেও বাংলা সিনেমায় নিজের মতো কাজ করার স্বাধীনতা বলে কোনও কনসেপ্ট থাকবে? পাশে দাঁড়ানোর জায়গা বা ইচ্ছে থাকবে? নাকি তার জন্যেও অনুমতি নিতে হবে!'
কী ঘটিয়েছেন রাহুল?
বাংলাদেশের OTT মাধ্যম চরকির জন্য লহু নামক সিরিজের কথা ছিল রাহুল মুখোপাধ্যায়ের। কলকাতায় শ্যুটিং হওয়ার কথা ছিল, কিন্তু চরকির সমস্যা ছিল এখানকার শর্ত মেনে কাজ করায়। তাই তাঁরা বাংলাদেশে শ্যুটিং করে। আর রাহুল এই সিরিজের পরিচালনা করেন বাংলদেশে গিয়েই ফেডারেশনকে কিছু না জানিয়েই। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'লোকগীতি ঘরে ঘরে ঢুকলই ওর জন্য...' সারেগামাপায় কালিকাপ্রসাদের স্মরণে হাজির পৌষালি-তুলিকারা, কী বললেন শান্তনু মৈত্র?
আরও পড়ুন: প্রতিযোগীদের 'জীবন বদলাতে' প্রস্তুত কৌন বনেগা ক্রোড়পতি ১৬,কবে থেকে শুরু হচ্ছে অমিতাভ সঞ্চালিত শো?
কী জানানো হয়েছে SVF এর তরফে?
নিয়মভঙ্গের অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্ম বিরতি নেওয়ার আদেশ দিয়েছে ফেডারেশন। ফলে আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছিল সদ্য ঘোষিত হওয়া SVF এর এবারের পুজো রিলিজের উপর। কারণ সেই ছবির পরিচালক থাকার কথা ছিল রাহুলের। এবার এই বিষয়ে আপডেট পাওয়া গেল। SVF এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ক্রিয়েটিভ প্রযোজকের দায়িত্বে থাকবেন রাহুল মুখোপাধ্যায়। পরিচালক হিসেবে সৌমিক হালদার।