বাংলা নিউজ > বায়োস্কোপ > RJ Somak: ‘মীর-হারা’ মির্চিকে ছেড়ে গেলেন আরজে সোমকও! ‘আর শুনব না’, মন খারাপ শ্রোতার

RJ Somak: ‘মীর-হারা’ মির্চিকে ছেড়ে গেলেন আরজে সোমকও! ‘আর শুনব না’, মন খারাপ শ্রোতার

মীরের পর মির্চি ছাড়লেন সোমকও। 

মীর চলে যাওয়ার যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারেননি রেডিও মির্চির শ্রোতারা। আর তার কয়েক মাসের মধ্যে ছেড়ে চলে গেলেন সোমকও। শুক্রবারই ছিল শেষ শো। 

মাসকয়েক আগে যখন ‘সকালম্যান’ মীর বলেছিলেন আর আসবেন না তিনি মির্চিতে, তখন মনটা ভার হয়ে গিয়েছিল সকলেরই। তারপর থেকেই যেন অনেকে উৎসাহ হারিয়ে ফেলেছিলেন ‘সানডে সাসপেন্স’ শোনার। তবে এত জলদিই যে আরেকটা উইকেট পড়বে তা কেউ ভাবেননি। মীরের পর মির্চিকে বিদায় জানালেন সোমকও (RJ Somak)।

সোমক সোশ্যাল মিডিয়ায় দিনকয়েক আগে লেখেন, ‘দুপুরবেলার শো দিয়ে শুরু, নাম ছিল ' হইচই ক্যাফে ', দুপুর ২টো থেকে ৫টা। জয়েন করেছিলাম ২০১৪ নভেম্বর, আর শো পেয়েছিলাম ২০১৫'র জানুয়ারি। কিছু কলেজ কথা, কিছু নতুন গান আর প্রচণ্ড চাপে থাকা একজন আনকোরা RJ। মাঝে মাঝে দিশেহারা লাগতো। একদিকে মাইক, এক হাতে সাউন্ড মিক্সার, অন্য হাতে শ্রোতার কল বা মেসেজ। ১-২ সেকেন্ডের গ্যাপ মনে হতো যেন ১ ঘণ্টা। সেই রকম একটা দিনে এই ছবি তোলা।’ আরও পড়ুন: দিনকয়েক আগে পেয়েছিলেন হাতে চোট! এদিকে শেষ মুহূর্তে স্থগিত অরিজিতের চণ্ডীগড় শো

সানডে সাসপেন্সের একাধিক জনপ্রিয় এপিসোডে গলা আছে সোমকের। রয়েছে প্রেম ডট কমে। ওএমজি সিরিজ তো সোমককে ছাড়া আর আসবে বলে মনে হয় না! এলেও দর্শকের হয়তো মন ভরবে না। আসলে সব শুরুরই একটা শেষ থাকে।

সোমক আরও লিখেছিলেন, ‘শুক্রবার ২৬ তারিখ শেষ শো করবো বিকেল ৪টে থেকে। সাড়ে ৮ বছরের এই যাত্রার কিছুটা ভাগ করে নিতে চাইবো। কেন যাচ্ছি? পুরোনোকে শেষ না করলে নতুন শুরু হবে না। এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম - নতুন অভিজ্ঞতা।’ আরও পড়ুন: ‘পুরুষরা যৌন চিন্তাভাবনা করে…’, সানিকে কেনেডিতে নেওয়ার কারণ জানালেন অনুরাগ

পর্দায় ‘একেনবাবু’ ফ্র্যাঞ্চাইজির ছবি আর ওয়েব সিরিজে ইতিমধ্যেই দেখা গিয়েছে সোমককে। এবার হয়তো পুরোদমে অভিনয়েই মন দেবেন। এই প্রসঙ্গে প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই দু’-তিনজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে তাঁর। যদিও ওটা সম্পূর্ণ আলাদা একটা সত্তা। যেরকম সুযোগ আসবে এখন সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন অভিনেতা সোমক ঘোষ নিজেকে। পরবর্তী পরিকল্পনাটা তাই সারপ্রাইজই রাখতে চান।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি!-রিপোর্ট মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.