আরজি কর কাণ্ড নিয়ে নিয়মিত পথে নামছেন নবারুণ বসু। প্রায় প্রতিদিনই তাঁকে কোনও না কোনও প্রতিবাদ মিছিল, জমায়েতে দেখা যাচ্ছে। আর সব জায়গাতেই তাঁর প্রতিবাদের ভাষা হয়ে উঠছে গান। এবার তাঁকে সঙ্গ দিলেন আরজে সোমক। গানে গানে এবার তাঁর একপ্রকার হুঁশিয়ারি দিলেন প্রশাসনকে।
আরও পড়ুন: বদলা নেওয়ার হুমকি লাভলির, সবক শেখাতে চিকিৎসকদের শ্রীলেখা বললেন, 'ওঁর মতো কারও চিকিৎসা করবেন না'
আরও পড়ুন: রুকমা, তনুশ্রী, মীর, মিমি, দিতিপ্রিয়া, শোলাঙ্কি: রাত দখলে ফের পথে নামল টলিউডের একাংশ
কী ঘটেছে?
আরজে সোমক ওরফে সোমক ঘোষ এবং নবারুণ বসু মাঝে মধ্যেই বিভিন্ন গান গেয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। এদিনও তেমন ভাবেই একটি গান পোস্ট করলেন, তবে সেটা আরজি কর কাণ্ডের প্রতিবাদ হিসেবে পোস্ট করেন। দুজনে মিলে গান গুপী গাইন বাঘা বাইন ছবিটির ও মন্ত্রিমশাই গানটি। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'কেন গাইলাম তার ব্যাখ্যার প্রয়োজন নেই। জারি থাক।'
কে কী বলছেন?
তাঁদের এই পোস্টটিতে অনেকেই নিজেদের মন্তব্য জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার ইতিহাসে এমন দুটি উজ্জ্বল নক্ষত্র যে যাদের ভাবনা চিন্তা আজ পর্যন্ত বাঙালির জীবনকে প্রভাবিত করে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এই গানটি এডি শোনাই যায় না তেমন। ধন্যবাদ শোনানোর জন্য।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একেবারেই সঠিক গান।'
প্রসঙ্গত দ্বিতীয় রাত দখলের রাতেও পথে নেমেছিলেন নবারুণ বসু। সহকর্মী এবং সহনাগরিকদের সঙ্গে গানে গানে we want justice স্লোগান তোলেন যাদবপুর থেকে। ওঠে দ্রুত বিচারের দাবি। একই সঙ্গে এদিন তিনি প্রতীকী প্রতিবাদ হিসেবে বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালান।