বাংলা নিউজ > বায়োস্কোপ > Robert De Niro's Seventh Child: প্রথম সন্তানের বয়স ৫১ বছর! সপ্তমবার বাবা হলেন ৭৯ বছরের হলিউড তারকা রবার্ট ডি নিরো

Robert De Niro's Seventh Child: প্রথম সন্তানের বয়স ৫১ বছর! সপ্তমবার বাবা হলেন ৭৯ বছরের হলিউড তারকা রবার্ট ডি নিরো

সপ্তমবার বাবা হলেন রবার্ট ডি নিরো। 

‘দ্য আইরিশম্যান’খ্যাত তারকা রবার্ট ডি নিরো সপ্তমবার বাবা হওয়ার খবর ভাগ করে নিলেন। যদিও সন্তানের মাতৃ পরিচয় বা সন্তান ছেলে না মেয়ে তা নিয়ে কোনও কথা বলেননি এই কিংবদন্তি হলিউড অভিনেতা। 

হলিউডের আইকনিক অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে সপ্তমবার বাবা হলেন। আসন্ন ছবি 'অ্যাবাউট মাই ফাদার'-এর প্রচারের সময় এই সুখবর শেয়ার করে নেন নিরো। কথা বলেন পিতৃত্ব নিয়ে। 

৭৯ বছর বয়সী এই অভিনেতা নিজের অভিভাবকত্ব নিয়ে মন্তব্য করার সময় উল্লেখ করেছেন, যদিও তিনি তাঁর সন্তানদের শাসন করতে পছন্দ করেন না, তবে কখনও কখনও তা প্রয়োজনীয়।

সাক্ষাৎকারের সময় তাঁকে তাঁর ছয় সন্তান সম্পর্কে প্রশ্ন করা হলে রবার্ট ডি নিরো (Robert De Niro) জবাব আসে আসলে তিনি বর্তমানে সাত সন্তানের পিতা। গোল্ডেন গ্লোব বিজয়ী পরিষ্কার জানিয়ে দেন, ‘আমার সবেমাত্র একটি বাচ্চা হয়েছে।’ পরিবারের নতুন সদস্য সংযোজনের কথা জানালেও এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য শেয়ার করেননি। জানা যায়নি তাঁর নতুন সন্তানের মায়ের পরিচয়ও। যদিও তাঁর বর্তমান প্রেমিকা টিফানি চেন (Tiffany Chen) কিছুদিন আগেই একটি বেবিবাম্প-সহ ছবি শেয়ার করেছিলেন। 

একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেতা তাঁর প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সঙ্গে কন্যা ড্রেনা (৫১) এবং পুত্র রাফায়েল (৪৬)-এর জন্ম দিয়েছেন। ১৯৯৫ সালে তিনি তার প্রাক্তন বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারন (২৭)-কে স্বাগত জানান। ডি নিরোর আরও একটি ছেলে এলিয়ট (২৪), এবং একটি মেয়ে হেলেন গ্রেস (১১) রয়েছে, তার প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ারের সঙ্গে।

'দ্য আইরিশম্যান' তারকা 'দ্য গডফাদার: পার্ট ২', 'র‌্যাগিং বুল' এবং 'ট্যাক্সি ড্রাইভার'-এর মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বেরা কাছে পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং তার পুরো ক্যারিয়ার সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে। 

নিরোর (Robert De Niro's Seventh Child) সাক্ষাৎকার আগুনের মতো ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর সপ্তম সন্তানের জন্মে বিষ্ময় প্রকাশ করেছেন। এমনকী অভিনেতার এই বয়সে এসে বাবা হওয়া নিয়েও হচ্ছে আলোচনা। তবে অনুরাগীরা নিরো এবং টিফানি (খুব সম্ভবন নিরোর সপ্তম সন্তানের মা)-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি। 

কে এই টিফানি চেন?

টিফানি একজন তাই চি প্রশিক্ষক এবং তিনি ২০১৫ সালে ‘দ্য ইন্টার্ন’-এর সেটে রবার্টের সঙ্গে দেখা করেন। যেখানে তিনি একজন মার্শাল আর্ট প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন। খবর, তাঁরা প্রথম ২০২১ সালে কাছাকাছি আসেন। ২০২২ সাল থেকে তাঁদের একসঙ্গে ছবি ছড়াতে শুরু করে। রবার্ট আর টিফনিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০২৩ সালের মার্চ মাসে। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন