সালটা ছিল ২০১১, ইমতিয়াজ আলির পরিচালনায় মুক্তি পেয়েছিল 'রকস্টার'। ছবিতে নায়ক ‘কাপুর’ পুত্র রণবীর। ছবিটি ছিল ব্লকবাস্টার। সেসময় ৬০ কোটির এই ছবি আয় করেছিল ১০৮ কোটি টাকা। এই ছবিটি পরিচালক ইমতিয়াজ আলির সেরা ছবিগুলির মধ্যে একটা বলে মনে করা হয়। ছবিতে রণবীরের অভিনয়ে সেসময় মুগ্ধ হয়েছিলেন অনেকেই।
আর সাম্প্রতিক সময়ে রণবীর 'ক্রেজ'-এর কথা মাথায় রেখে ফের একবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রকস্টার’। এটা ২০২৪। দীর্ঘ ১৩ বছর পর আরও একবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ফের ঝড় তুলেছে রণবীরের এই ছবি। দ্বিতীয়বাড়ের জন্য মাঠে নেমে বক্স অফিসে দূরন্ত গতিতে ব্যাট করছে এই ছবি। তথ্য বলছে, তৃতীয় সপ্তাহে ১.২৩ কোটি টাকা এবং চতুর্থ সপ্তাহে ২.১৬ কোটি টাকা, এবং পঞ্চম সপ্তাহে ১.১৬ কোটি টাকা আয় করেছে। পিঙ্কভিলা সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ছবির আয় ৫.৬৫ কোটি টাকা। বক্স অফিসে ছবিটি মুক্তির পরপরই এটা আরও ৫ কোটি টাকা আয় করেছিল।
আরও পড়ুন-'সেদিন পিছন থেকে এসে দেহরক্ষীই আমায়…' যৌন হেনস্থার শিকার হন 'বালিকা বধূ' অভিকা
ছবিটির আয় এখন দেশের বাজার ৭৫ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী মোট আয় ১১৫ কোটি টাকা। দীর্ঘ ১৩ বছর পরও একইভাবে মানুষের ভালোবাসা পাচ্ছে রণবীরের ‘রকস্টার’। ছবির মিউজিকও আরও একবার সমানভাবে জনপ্রিয়তা পাচ্ছে। অনেকেই মনে করছেন, ইমতিয়াজ আলি ও রণবীর কাপুর আরও একবার 'রকস্টার'-এর সিক্যুয়েলের কথা ভাবতে পারেন।
এই ছবিতে রণবীরের বিপরীতে ছিলেন নার্গিস ফাকরি। এটাই ছিল নার্গিসের বলিউডে প্রথম ছবি। তবে অনেকেই হয়ত জানেন না, এই ছবিতে ইমতিয়াজ আলির প্রথম পছন্দ ছিলেন দীপিকা পাড়ুকোন। ডেবিউ-এর আগেই দীপিকাকে এই ছবি করার কথা বলেছিলেন ইমতিয়াজ। যদিও পরে সেই চরিত্রে নার্গিসকে নেওয়া হয়। ছবিতে অভিনয় করেছিলেন অদিতি রাও হায়দারি।