বাংলা নিউজ > বায়োস্কোপ > 'দিনটা কেবল প্রেম করে কাটিয়ে দেওয়াটা…', কীভাবে প্রথম ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন রোহন-অঙ্গনা? জানালেন নায়ক

'দিনটা কেবল প্রেম করে কাটিয়ে দেওয়াটা…', কীভাবে প্রথম ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন রোহন-অঙ্গনা? জানালেন নায়ক

ছবি সৌজন্য: রোহন ভট্টাচার্য/ ইনস্টাগ্রাম

শুরুতে নিজেদের প্রেম নিয়ে রাখঢাক থাকলেও, এখন রোহন-অঙ্গনা নিজেদের সম্পর্ক নিয়ে অকপট। কিন্তু তাঁদের প্রথম প্রেম দিবস, সেটা কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন তাঁরা? তা হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন রোহন।

আজ ভালোবাসার দিন, বাতাসে বসন্তের ছোঁয়া। আজ প্রিন্সেপঘাট, ময়দান জুড়ে লাল গোলাপ আর জোড়া জোড়া হাসি মুখের সারি, কারণ আজকের দিনটা বিশেষ, আজ ভ্যানেন্টাইন'স ডে। আর এই বছর প্রথম প্রেম দিবস রোহন-অঙ্গনার। একটা সময় অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য। তবে তাতে বছর কয়েক আগেই ধরে চিড়। তারপর মেগা করতে গিয়ে সহ অভিনেত্রীর প্রেমে পড়েন রোহন। শুরুতে নিজেদের প্রেম নিয়ে রাখঢাক থাকলেও, এখন তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে অকপট। কিন্তু তাঁদের প্রথম প্রেম দিবস, সেটা কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন রোহন-অঙ্গনা? তা হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন রোহন।

রোহনের পর্দার প্রেম এখন গড়িয়েছে বাস্তবে। জমিয়ে প্রেম করছেন রোহন-অঙ্গনা। বাঙালিদের ভ্যালেন্টাইন'স ডে সরস্বতী পুজোতেও একসঙ্গে নজর কেড়েছিলেন তাঁরা, একে অপরের পাশে দাঁড়িয়ে অঞ্জলিও দিয়েছিলেন। কিন্তু ১৪ ফেব্রুয়ারি তাঁদের প্রথম ভালেন্টাইন'স ডে, অঙ্গনার সঙ্গে কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন নায়ক? এই প্রশ্নে রোহন জানান, এই দিনটা কাজ আর ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে।

আরও পড়ুন: 'রিজেকশন খুব কম এসেছে আমার জীবনে…', কাজ থেকে অঙ্গনার সঙ্গে প্রেম, অকপট রোহন

নায়কের কথায়, 'অঙ্গনা এবং আমি দু'জনেরই কাজ নিয়ে ব্যস্ত থাকব। পুরো দিনটাই কাজের মধ্যে কাটবে। ১৪ তারিখ ‘বিষহরি’র রিলিজ, ফলে সেটা অনেক বড় একটা দায়িত্ব। সিরিজটা প্রোমোট করব, তাছাড়া শ্যুটিংও আছে। এই দিনটা কেবল প্রেম করে কাটিয়ে দেওয়াটা মনে হয় না আমার জন্য খুব একটা ঠিক হবে। তাছাড়া আবার ১৫ তারিখ আমার শ্যুটিং আছে। সেদিন আবার সকাল ছটা থেকে কল টাইম। তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে। কাজের মধ্যেই কেটে যাবে দিনটা।'

কিন্তু প্রথম প্রেমদিবসেই সেভাবে একসঙ্গে থাকা হবে না, তাহলে দু'জনের মধ্যে তো নিশ্চয়ই অনেকখানি বোঝাপড়া রয়েছে…, রোহন বলেন, ‘হ্যাঁ সেটা তো থাকতেই হবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা সবার মধ্যে থাকা দরকার।’ কিন্তু প্রেমিকা হিসেবে অঙ্গনা কেমন? নায়কের কথায়, ‘প্রেমটা করি আগে ভালো ভাবে, তারপরে একদিন বলব। তবে আমরা ভালো বন্ধু।’

এখন অভিনেতার পুরো দিন কাজের মধ্যে কাটবে, কিন্তু স্কুল কলেজের সময় তো ভ্যালেন্টাইন'স ডে নিয়ে একটা আলাদা উন্মাদনা থাকত, সেই সময় ভ্যালেন্টাইন ডে কেমন ভাবে কাটাতেন তিনি? রোহনের কথায়, 'আমার জন্য ভ্যালেন্টাইন'স ডে আলাদা কিছু নয়। ভালোবাসার কোনও বিশেষ দিন হয় না। ভালোবাসা সব সময় রোজ মনের মধ্যে থাকা উচিত।'

আরও পড়ুন: প্রেমদিবসে বরের থেকে আলাদা! সৌরভ নয়,'প্রথম ভ্যালেন্টাইন'-এর সঙ্গে কাটবে দর্শনার ১৪ই ফেব্রুয়ারি

তবে প্রেম সঙ্গে প্রেমপত্রেরও একটা যোগ রয়েছে। স্কুল কলেজের দিনগুলোতে এরকম প্রেমপত্র দেওয়া নেওয়ার কি হত? একরাশ হেসে অভিনেতা বলেন, ‘প্রচুর প্রেমপত্র পেয়েছি, তবে আমি কিন্তু কাউকে প্রেমপত্র দেইনি। কারণ আমি ভীষণ কুঁড়ে এইসব ব্যাপারে, এত কিছু লেখা আমার দ্বারা ঠিক হবে না।’

তবে এই প্রেমপত্র নিয়ে বেশ মজার একটা ঘটনা রয়েছে তাঁর জীবনে। প্রেমপত্র বাড়িতে ধরা পড়লে সবাই বকা খায়, কিন্তু তিনি শুনেছিলেন প্রশংসা! হ্যাঁ, বেশ অবাক করা বিষয় হলেও নায়ক এর নেপথ্যের গল্প আমাদের সঙ্গে ভাগ করে নেন। রোহন জানান, তাঁর বাবা একবার তাঁর প্রেমপত্র দেখে ফেলেন। তাঁর কথায়, ‘বাপির হাতে একবার আমার প্রেমপত্র ধরা পড়ে। তবে বকা খাইনি। বাপি চিঠি দেখে, তা মা কে দেখিয়ে প্রশ্ন করেছিলেন যে এটা কী? বিষয়টাকে তখন ঢাকা দেওয়ার জন্য একটু বানিয়ে আমি বলি যে, এটা কোনও প্রেমপত্র নয়, আমি একটা গান লিখছি, এগুলো গানের কথা, এতে সুর বসিয়ে দিলেই গান হয়ে যাবে। এই কথাটা শুনে বাপি রেগে যাওয়ার বদলে বেশ খুশি হয়ে গিয়েছিলেন, বলেছিলেন, 'বাহ ছেলে তো বেশ ক্রিয়েটিভ'।’

বায়োস্কোপ খবর

Latest News

'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক কাছের মানুষ, জানেন তিনি কে? 'কলম্বিয়ার হুঁশ ফিরবে'! মার্কিন প্রশাসনের উপর কেন ক্ষুব্ধ এই ভারতীয় ছাত্রী? আইপিএলে সব থেকে বেশি দলের হয়ে খেলেছে কারা? পাকিস্তানে জোড়া হামলা! করাচিগামী বাসে হানা, বালোচিস্তানে বিস্ফোরণ, মৃত বহু অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, ফের উত্তপ্ত ভাটপাড়া ঠাকুরনগরে ভিড়ে ঠাসা মতুয়া মন্দিরের কাছে গাড়ি নিয়ে TMC নেতারা, ভোগান্তি ভক্তদের দূর হবে নেগেটিভিটি! ঘর মোছার জলে মেশান ৫ জিনিসের যেকোনও একটি ছুটিতে গিয়ে স্ত্রীর সঙ্গে ছবিতেও ‘সিরিয়াস’ গম্ভীর! দেখে মজা করে যুবরাজ যা বললেন ২০২৫র প্রথম সূর্যগ্রহণ পড়ছে শনি অমাবস্যায়! কখন শুরু? রইল সময়কাল রান্নাঘরে থাকা এই ৮ মশলা মহৌষধি! রোগ তাড়াতে ওস্তাদ

IPL 2025 News in Bangla

রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের ‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ শাহরুখকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...? KKR-র কাছে হেরে অবাঞ্ছিত রেকর্ড রিয়ানের, RR-র কোনও দলনায়কের এই হতাশাজনক নজির নেই জ্ঞান দিতে পয়সা পান না, ইডেনের কিউরেটরকে তোপ, KKR-কে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! 'টাকা দিয়ে ভাড়া করে এনেছিল', মাঠে ঢুকে ফ্যান রিয়ান পা ধরতেই বইল কটাক্ষের বন্যা শতক মানে বাচ্চা! উইলিয়ামসনের হিন্দি শেখার বহর দেখে হেসেই খুন হরভজনরা- ভিডিয়ো

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.