মাঝে কয়েকদিন রোহন ভট্টাচার্য আর সৃজলা গুহর সম্পর্কের টানাপোড়েন নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। দুই অভিনেতার ভক্তরা কাদা ছোঁড়াছুড়ি করার কোনও সুযোগই ছাড়েননি। তবে এখন সেই রেশ কেটেছে। ধামাচাপা পড়েছে ব্যাপারটা। এখন কী ইকুয়েশন তাঁদের? সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়ে কথা বললেন টিভির দীপু ওরফে রোহন।
টিভি থেকে সাময়িক বিরতি নিয়েছেন রোহন। ডান্স ডান্স জুনিয়ারে সঞ্চালক হিসেবে দেখা মিলবে তাঁর। হইচইয়ের হয়ে ওয়েব সিরিজেও কাজ করছেন। সিনেমার কাজও রয়েছে হাতে। নিজের নতুন কাজ নিয়ে উৎসাহ ধরা পড়ল রোহনের কথায়। জানালেন তিনি নিশ্চিত তাঁকে দেখে দর্শক খুশি হবে, মজা পাবে, বিনোদনের খোরাক জোটাতে পারবেন তিনি। আরও পড়ুন: পেটের ক্যানসারে ৫০ দিন হাসপাতালে, আত্মহত্যার কথা ভেবেছিলেন ভিকির বাবা শ্যাম কৌশল
সৃজলা গুহর সঙ্গে বিচ্ছেদের পর কেমন আছেন? কারও সঙ্গে প্রেম করছেন? যাতে রোহনের উত্তর তিনি এখন নিজেকে ডেট করছেন। নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড বললেন। আর ‘সেটা সবসময় একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্কই থাকবে। আমি চায় ও ভালো থাকুক, ও সেটাও চায়। আমরা দুজন দুজনের ভালো চাই। এখন একটা ভালো বন্ধুত্ব আছে। আমরা চাই সেটাই থাকুক। দুজনেই কাছে ভীষণ ব্যস্ত।’ আরও পড়ুন: দেরি করে আসা নিয়ে পাপারাৎজিদের সঙ্গে বচসা তাপসীর, হাত জোর করে যা বললেন নায়িকা!
‘মন ফাগুন’-এর পিহু হয়ে উঠবার আগে টেলিপাড়ায় সৃজলার পরিচিতি ছিল রোহনের গার্লফ্রেন্ড হিসাবেই। পেশায় মডেল সৃজলা। ‘মন ফাগুন’-এর সঙ্গেই তাঁর ছোটপর্দায় অভিষেক। বর্তমানে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়িকা তিনি। দীর্ঘদিন ছিলেন লিভ ইন সম্পর্কে। তবে মে মাস নাগাদ সোশ্যাল মিডিয়ায় আলাদা হয়ে যাওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন এই দুই তারকা। সেই সময় রটে গিয়েছিল ‘মন ফাগুন’ নায়ক শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এই বিচ্ছেদ।
রোহন সেই সময় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি আর সৃজলা যদি আলাদা হয়ে থাকি তাহলে সেটা একদমই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই। আমরা দুজন দুজনকে সম্মান করি, আর তার যথেষ্ট কারণ আছে। প্লিজ এই আলাদা হওয়ার কারণ হিসাবে তৃতীয় কারুর নাম জড়াবেন না। কারণ আমাদের নিজেদের অনেকদিনের অনেকরকম প্রবলেমের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্য খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমনভাবেই স্পেস দেওয়া হবে।’