পুজোর আগেই পরিচালক রাজ চক্রবর্তী ঘোষণা করেছিলেন, তিনি নতুন একটি ছবি আনতে চলেছেন খুব শীঘ্রই। ছবির নাম যে ‘হোক কলরব’, এ কথাও জানিয়েছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনাকে নিয়েই তৈরি হওয়া এই সিনেমা।
সিনেমার শেষদিনের শ্যুটিং শেষ হতেই আবেগ তাড়িত হয়ে পড়েন রোহন ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে রাজদা, তুমি সত্যিই একজন যোগ্য কান্ডারী, আমাদের সকলকে একটি নৌকায় বসিয়ে কি সুন্দর ভাবে এগিয়ে নিয়ে গেলে।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
এই ছবিতে কাজ করতে গিয়ে খুব কাছের এক বন্ধুকেও পেয়েছেন রোহন। তিনি হলেন জন। জনের উদ্দেশ্যে রোহন লেখেন, এই ছবিটির মাধ্যমে আমি একজন নতুন বন্ধু পেলাম। সত্যি ভীষণ ভালো লাগছে তোমার সঙ্গে দেখা হয়ে। এই কয়েকদিন একসঙ্গে আমরা যা কাজ করলাম তাতে সত্যি আমি খুব খুব খুশি। এই পৃথিবী একদিন জানবে তুমি কতটা ভালো একজন মানুষ।
ওম-সাহানি এবং অর্ণব বিশ্বাসকে উদ্দেশ্য করেও গ্রহণ লেখেন, নিজের কাজের অভিজ্ঞতার কথা। দুই অভিনেতার অদম্য সাহসিকতা এবং অসামান্য অভিনয় রোহনকে বারবার মুগ্ধ করেছে। এছাড়া শাশ্বত অভিনেত্রীদের উদ্দেশ্য করেও নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন রোহন।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
সবশেষে তিনি লেখেন, এইটুকুই বলতে পারি অনেক বড় কিছু আসতে চলেছে। এমন কিছু যা সবার ধারণার বাইরে। অবশ্যই সঙ্গে থেকো। হোক কলরব। রোহনের এই পোষ্টের উত্তরে কমেন্ট করে অর্ণব বিশ্বাস লেখেন, এই সুন্দর ছবিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। সত্যি খুব ভালো কিছু দিন একসঙ্গে কাটালাম। তোমার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগলো। তোমায় ধৈর্য, বিচক্ষণতা বারবার মুগ্ধ করেছে।
প্রসঙ্গত, ‘হোক কলরব’ হতে চলেছে আগামী বছরের সবথেকে বড় ছবি। আগামী বছর ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমাটি। আপাতত সিনেমার বাকি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীরা।