টলিউডের অন্দরে জোর গুঞ্জন অঙ্গনার সঙ্গে নাকি প্রেম জমে ক্ষীর রোহনের। যদিও এখনই এই বিষয়ে তাঁরা কেউই খোলাখুলি ভাবে কিছু বলেননি। বরং নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দেন। এর মাঝেই ঋত্বিকার প্রেমে মাখামাখি হলেন অভিনেতা! ব্যাপারটা কী?
আরও পড়ুন: 'রং মাখানোর জন্য সবাইকে জোর করতাম', ভালোবাসলেও ছেলে ঝিনুকের সঙ্গে কেন কখনও দোল খেলেননি শ্রাবন্তী?
কী ঘটেছে?
গরম বেশ ভালো মতো পড়ে গেলেও, খাতায় কলমে কিন্তু এখনও বসন্ত। আর বসন্ত মানেই প্রেম। এই বসন্ত বাতাসে একে অন্যের প্রেমে পড়েছেন রোহন এবং ঋত্বিকা। থুড়ি প্রেমে পড়তে চলেছেন। তবে বাস্তবে নয়। পর্দায়। তাঁরা একটি নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন। আর সেটা যে আদ্যোপান্ত একটি রোম্যান্টিক ছবি হবে সেটা বলার অপেক্ষা রাখে না।
আজকালকার যুগে প্রেম ছাড়াও কত কী, কত ধরনের সম্পর্ক, জটিলতা চলে এসেছে। কোনওটা সিচুয়েশনশিপ, তো কোনওটা আবার অন্য কিছু। প্রেমের যে সারল্য, সাদামাটা প্রেমের গল্প সেগুলো হারাতে বসেছে। আর সেই হারাতে বসা একটি নিখাদ প্রেমের গল্পেই এবার জুটি বাঁধছেন রোহন এবং ঋত্বিকা।
আরও পড়ুন: শ্যুট করতে গিয়ে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেলেন দেবচন্দ্রিমা, কী ঘটেছিল?
তাঁদের এই আসন্ন ছবিটির নাম এ মন তোকে দিলাম। এই প্রথমবার জুটি বাঁধবেন রোহন ভট্টাচার্য এবং ঋত্বিকা সেন। বলাই বাহুল্য আর চার পাঁচটি প্রেমের গল্পের মতোই তাঁদের সম্পর্কও নানা ওঠা পড়ার মধ্যে দিয়ে যাবে। পথ যে খুব মসৃন নয়, বরং বন্ধুর হবে সেটা স্পষ্ট। ছবিটির পরিচালনা করবেন কঙ্কন ভট্টাচার্য। তবে এটা যে কেবল নিখাদ প্রেমের গল্প হবে তেমনটা নয়। থাকবে ভরপুর অ্যাকশন। সঙ্গে থাকবে আরও নানা চমক।
জানা গিয়েছে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা গুপ্তকে। এছাড়া থাকবেন বিশ্বজিৎ চক্রবর্তী, প্রমুখ। ২০২৫ সাল থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে বলেই জানা গিয়েছে।