খবরটা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার থেকে আর তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেখা যাবে না অঙ্গনা রায়কে। তাঁর জায়গায় আসছেন রুকমা। চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবেই সেই কথা ঘোষণা করা হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে নতুন পোস্টার এবং প্রোমো। এর মধ্যে অঙ্গনাকে নিয়ে একটি বিশেষ পোস্ট লিখলেন রোহন ভট্টাচার্য।
আরও পড়ুন: 'আমি তখন ছাদে, হঠাতই...' সোহম - রেস্তোরাঁ কাণ্ডে সেদিন কী ঘটেছিল, প্রকাশ্যে আনলেন মধুমিতা
আরও পড়ুন: ফের চুপিসারে সলমন হত্যার ব্লু প্রিন্টের হদিস পেল মুম্বই পুলিশ! রাজস্থান থেকে আটক ১
অঙ্গনাকে নিয়ে কী লিখলেন রোহন?
তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটিই অঙ্গনা রায়ের প্রথম সিরিয়াল ছিল। প্রথমে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা গেলেও, পরে একটি চরিত্রে তাঁকে সরিয়ে আসেন নবনীতা দাস। এবার অসুস্থতার কারণে পার্বতীর চরিত্র থেকেও সরে দাঁড়াচ্ছেন অঙ্গনা। তাঁর জায়গায় আসছেন রুকমা রায়। প্রিয় বন্ধুর সঙ্গে আর সেটে নিয়মিত দেখা হবে না ভেবে ভারী মন খারাপ রোহন ভট্টাচার্যের। কানাঘুষোয় শোনা যাচ্ছে যে তাঁরা নাকি চুপিচুপি প্রেম করছেন। তবে এই বিষয়ে তাঁরা কেউই মুখ খুলতে নারাজ।
তবে এদিন অঙ্গনার সঙ্গে তাঁদের তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের সেট থেকে একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'আমি ও আমার পেনকিলার।' একই সঙ্গে লেখেন, 'বাঘিনী তুমি দ্রুত সুস্থ হয়ে ফিরে এস।'
রোহনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর পরনে সাদা লাল পঞ্জাবি। অঙ্গনার পরনে একই রকমের শাড়ি। একটি ছবিতে তাঁরা দুজনেই সোজা তাকিয়ে আছেন। আর পরের দুটো ছবিতে তাঁরা একে অন্যর দিকে তাকিয়ে আছেন।
আরও পড়ুন: উড়ন্ত সিঁদুরের পর এবার ভিডিয়ো কলে সিঁদুরদান! রোশনাই ধারাবাহিকের কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'অঙ্গনা দিকে কেন সরিয়ে দিল? আর দেখবই না এই সিরিয়াল।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'অঙ্গনার জন্যই দেখতাম এই সিরিয়াল। আর দেখব না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো অঙ্গনা দি।'
তুমি আশেপাশে থাকলে প্রসঙ্গে
এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় রোহন ভট্টাচার্য, অঙ্গনা রায়, নবনীতা দাসকে দেখা যাচ্ছে।