একসময়ে টেলিভিশনের জনপ্রিয় জুটি ছিলেন সৃজলা গুহ আর রোহন ভট্টচার্য। তবে মে মাসের শুরুর দিকে খবর আসে পথ আলাদা হয়েছে দুজনের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর দিয়েছিলেন দুই তারকা। তবে মাসছয়েকের মাথায় দুজনকে দেখা গেল ফের একসঙ্গে। ফলত প্রশ্ন উঠছে, শুধুই কি কাজের স্বার্থে, নাকি পুরনো প্রেম আবার জোড়া লাগার সম্ভাবনা আছে?
'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩-এর মঞ্চে দেখা মিলল ‘মন ফাগুন’-খ্যাত অভিনেত্রী সৃজলা গুহর। অনেকেই মিস করছিলেন তাঁদের আদরের মিস পিহুকে। ১৫ আর ১৬ অক্টোবরের পর্বে হাজির থাকবেন সৃজলা। শুধু তাই নয়, নাচও করবেন বলে খবর। এমনকী, তাঁর বেলি ডান্স দেখে নিজের আসন ছেড়ে উঠে হাততালি দিতে বাধ্য হবেন দেব- রুক্মিণী আর মনামীও।
তবে ভাববেন না এখানেই শেষ। শো-র সঞ্চালক ‘ভাসান বাপি’-র সঙ্গে হাতও মেলাবেন সবার প্রিয় ‘পিহু’। সৃজলার হাত ধরে রোহন বলবেন, ‘সৃজলা আমি ভাসান বাপি, ভাসান ডান্সে এমবিবিএস’। ইতিমধ্যেই দুজনের একসঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগী মনে আশা, হতেই পারে সৃজলা-রোহন একসঙ্গে হয়ে গিয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার এক হয়েছেন। আসল সত্যি কী, সেটা তো সময়ই বলবে!
‘মন ফাগুন’ অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরেই লিভ ইন সম্পর্কে ছিলেন রোহন। তবে বর্তমানে তাঁদের পথ আলাদা হয়েছে। রোহন সেইসময় ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি আর সৃজলা যদি আলাদা হয়ে থাকি তাহলে সেটা একদমই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই। আমরা দুজন দুজনকে সম্মান করি, আর তার যথেষ্ট কারণ আছে। প্লিজ এই আলাদা হওয়ার কারণ হিসাবে তৃতীয় কারুর নাম জড়াবেন না। কারণ আমাদের নিজেদের অনেকদিনের অনেকরকম প্রবলেমের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্য খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমনভাবেই স্পেস দেওয়া হবে'।