বাংলা নিউজ > বায়োস্কোপ > ২০২২ এর দীপাবলিতে সিনেমা হলেই ‘সার্কাস’ খুলবেন রোহিত শেট্টি?

২০২২ এর দীপাবলিতে সিনেমা হলেই ‘সার্কাস’ খুলবেন রোহিত শেট্টি?

রোহিতের 'সার্কাস' ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে রণবীর সিং-কে। (ছবি সৌজন্যে -টুইটার)

বলিপাড়ায় জোর খবর,'সার্কাস' ছবির মুক্তির তারিখ নাকি পাকা করে ফেলেছেন রোহিত শেট্টি।

বলিপাড়ায় মাত্র হাতে গোনা কয়েকজন পরিচালকই রয়েছেন যাঁদের স্রেফ নামের জেরেই সিনেমা হলে ছবি দেখতে আসে দর্শকদের দল। পরিচালকদের সেই তালিকায় অবশ্যই বেশ উঁচুর দিকে রয়েছে রোহিত শেট্টি। চলতি বছরের দীপাবলিতেতেই বক্স অফিসে 'সূর্যবংশী'-কে নিয়ে আসছেন তিনি। ইতিমসয়েই ঘটা করে সেই ঘোষণাও সেরে ফেলা হয়ে গেছে। 'সূর্যবংশী'-তে মুখ্যভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার, ক্যাটরিনা কইফ, অজয় দেবগণ এবং রণবীর সিং-কে। এবার জানা গেল পাশাপাশি নিজের 'সার্কাস' ছবির মুক্তির তারিখও নাকি পাকা করে ফেলেছেন এই সুপারহিট পরিচালক।

এক সূত্র মারফত পাওয়া খবরে জানা গেছে রোহিত শেট্টির টিমের মত 'সার্কাস' যে ধরণের ছবি তার জন্য উপযুক্ত মুক্তির তারিখ হতে পারে স্রেফ দীপাবলির সময়টাই। স্বয়ং রোহিতেরও নাকি তাই মত। রোহিত ঘনিষ্ঠ ওই সূত্র আরও জানিয়েছে যে যাঁরা যাঁরা 'সার্কাস' এর রাশ দেখেছে তাঁরা সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে এরকম ছবি বলিউডের দর্শক আগে দেখেনি। রীতিমতো ডিজনি ছবির কায়দায় এক অনিন্দ্যসুন্দর রূপকথার গল্প নাকি পর্দায় বুনেছেন রোহিত। সেই ছবির প্রতিটি ফ্রেম নাকি এতটাই রঙিন ও ঝকঝকে। সদ্য ঠিক হওয়া এক আলোচনায় নাকি ঠিক হয়েছে ২০২২ এর দিওয়ালিতেই সিনেমা হলে 'সার্কাস' খুলবেন রোহিত। অর্থাৎ সোজা কথায় আগামী বছরের দীপাবলির সময় বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।

তাছাড়া আরও একটি ব্যাপার রয়েছে। 'সূর্যবংশী' ছাড়াও আগামী পাঁচ মাসের মধ্যে আরও দু'দুটি রণবীর সিং অভিনীত বিগ বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে বক্স অফিসে। তাই কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছেন না 'গোলমাল' এর পরিচালক। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাই নির্দিষ্ট সময়ের ব্যবধানে রণবীরের এই বিগ বাজেট ছবিটি আগামী বছর দীপাবলির সময়েই বাজারে আনতে চলেছেন রোহিত। জোর খবর, 'সূর্যবংশী'-র মুক্তির পরপরই নাকি আনুষ্ঠানিকভাবে 'সার্কাস' ছবির মুক্তির তারিখ ঘোষণা করবেন রোহিত।

বন্ধ করুন