বাংলা নিউজ > বায়োস্কোপ > Great Indian Kapil Show:টসের সময় মাঠে কয়েনের কথাই ভুলে যান রোহিত! গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাঁড়ির খবর ফাঁস সতীর্থদের

Great Indian Kapil Show:টসের সময় মাঠে কয়েনের কথাই ভুলে যান রোহিত! গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাঁড়ির খবর ফাঁস সতীর্থদের

টসের সময় মাঠে কয়েনের কথাই ভুলে যান রোহিত!

The Great Indian Kapil Show: দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে আসতে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের সদস্যরা। সঙ্গে অবশ্যই থাকবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। আর সেখানেই তাঁর গোপন কথা ফাঁস করে দেবেন তাঁরই সতীর্থরা! প্রকাশ্যে এল প্রোমো।

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে আসতে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের সদস্যরা। সঙ্গে অবশ্যই থাকবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। আর সেখানেই তাঁর গোপন কথা ফাঁস করে দেবেন তাঁরই সতীর্থরা! প্রকাশ্যে এল প্রোমো।

আরও পড়ুন: 'অন্য ফ্লপ ছবিগুলোর মতো...' কেন পদাতিক নিয়ে গর্বিত সৃজিত, বোঝালেন তিলোত্তমাকে কুর্নিশ জানিয়ে

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে আসতে চলেছেন রোহিত অর্শদীপরা। সেই প্রোমো এদিন প্রকাশ্যে আনল নেটফ্লিক্স। সেখানেই দেখা গেল কপিল শর্মা রোহিতের লেগ পুল করছেন। বলছেন, 'আগেরবার যখন এসেছিলেন তখন বিশ্বকাপে ভারত রানার আপ হয়েছিল। এবার এলে যখন বিজয়ী হয়ে। তাহলে বলো আমি লাকি?' জবাবে রোহিত শর্মা বলেন, 'আমিও তোমার জন্য লাকি কারণ আমি আসার পর তোমার জনপ্রিয়তা বেড়েছে শোয়ের।'

এরপর তাঁদের বিভিন্ন খেলা খেলতে দেখা যায়। করেন বিস্তর হাসি মজাও। তবে অর্শদীপ এবং বাকিরা এদিন রোহিতের অনেক গোপন কথাও ফাঁস করে দেন। বলেন রোহিত নাকি ভারতীয় ক্রিকেট দলের 'গজনি'। তিনি সব ভুলে যান। এমনকি মাঠে নেমে টসের সময় নাকি নাম, এমনকি কয়েনের কথাও নাকি ভুলে যান! এই কথা শুনে সকলে হেসে গড়িয়ে যান।

নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে আগামী শনিবার এই পর্ব প্রকাশ্যে আসবে। রাত ৮ টা নাগাদ প্রতি সপ্তাহে নতুন পর্ব আসবে এই শোয়ের।

আরও পড়ুন: ৭ মাসেই ফুরাল বঁধূয়ার সফর! শেষদিনে রেজওয়ান লিখলেন, 'সব শুরুরই শেষ আছে...'

আরও পড়ুন: ঐতিহ্যের পরিপন্থী! নাটকে হিন্দি গানের ব্যবহার করায় প্রশ্নের মুখে বিশ্বভারতীর শারদোৎসবের নাটক

এর আগের বার বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার প্রসঙ্গে রোহিত বলেন 'এটা বলা খুব মুশকিল। কারণ সেই ম্যাচের আগের দুদিন আমরা আহমেদাবাদে ছিলাম। প্র্যাকটিস করেছি। টিমের মধ্যে একটা ভালো মোমেন্টাম তৈরি হয়েছিল। যেন গোটা টিম নিজে থেকেই চলছিল। যখন ফাইনাল শুরু হল আমরা ভালোই করেছিলাম শুরুর দিকে। কিন্তু আমার মনে হয় শুভমন গিল সেদিন তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। কিন্তু তারপর বিরাট এবং আমার ভালো পার্টনারশিপ তৈরি হয়ে গিয়েছিল। তাই ভেবেছিলাম আমরা একটা ভালো স্কোর হয়তো দাঁড় করাতে পারব। আত্মবিশ্বাস ছিল একটা। কিন্তু বড় ম্যাচের ফাইনাল যখন আপনি খেলেন তখন বোর্ডে রান তৈরি করে দিলে তখন উল্টো দিকের দলে প্রেসার তৈরি হয়ে যায়। ১০০ রান করলেও ওরা ভাবে যে এটা আমাদের করতে হবে। আর এই প্রেসারে যা খুশি হতে পারে। ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে সেদিন। ওদের ভালো পার্টনারশিপ তৈরি হয়েছিল, তবে ভারত সেদিন যতই হারুক না কেন এই দল যে এবারের বিশ্বকাপে সবার মন জয় করে নিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।'

বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.