রোহিত শর্মা দুর্দান্ত ক্রিকেট খেলার পাশাপাশি গানও গান? সম্প্রতি পুরনো একটা ভিডিয়ো দেখে এমনই প্রশ্ন জেগেছে অনেকের মনেই। কেউ কেউ আবার জিজ্ঞেস করছেন ভারতীয় দলে চান্স পাওয়ার আগে কি তিনি ইন্ডিয়ান আইডলে গিয়ে নিজের লাক ট্রাই করেছিলেন? কিন্তু না এসব কিছুই নয়। তাহলে কী ঘটেছে? আসলে ইন্ডিয়ান আইডলের একটি পুরনো ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে এক প্রতিযোগীকে হুবহু রোহিতের মতোই দেখতে। আর সেটা দেখে মজা পেয়েছেন নেটিজেনরা।
কী দেখা যাচ্ছে এই ভাইরাল ভিডিয়োতে?
ইন্ডিয়ান আইডলের এই পুরনো ভিডিয়োতে যে প্রতিযোগীকে দেখা যাচ্ছে তাঁর রোহিত শর্মার মতোই চুলের কাট, দাড়িও একই রকম। এমনকি চোখ, নাক মুখেও দারুণ মিল। সেখানে দেখা যাচ্ছে ফারাহ খান তাঁকে বলছেন, 'আপনি মুম্বই আসতে পারবেন না...' এটা শুনে সেই ব্যক্তি বলছেন, 'তো আমি কোথায় যাব?'
এই ভিডিয়ো শেয়ার করে মজা করেই রোহিতের সঙ্গে তুলনা টেনে আইপিএলের নিলামের কথা লেখা হয়েছে টুইটারে। সেখানে দেখা হচ্ছে ফারাহকে নীতা আম্বানি, অনু মালিককে আকাশ আম্বানি এবং সোনু নিগমকে জাহির খান হিসেবে দেখানো হচ্ছে। এবং পারফরমেন্সের ভিত্তিতে রোহিতের লুক আ লাইককে তাঁরা বলছেন যে তিনি আর মুম্বই আসতে পারবেন না। এটা দেখে হাসিতে ফেটে পড়েছে নেটপাড়া।
ইতিমধ্যেই এই ভিডিয়ো ১৩ লাখ বার দেখা হয়েছে। প্রচুর বার রিপোস্ট করা হয়েছে। অনেকে আবার এটিতে মন্তব্যও করেছেন। এক ব্যক্তি লেখেন, 'তবে পরের গন্তব্য কোথায়?' কেউ আবার লেখেন, 'চেন্নাই সুপার কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স? কোথায় আসছে এবার?'