বাংলা নিউজ > বায়োস্কোপ > Rohit Shetty at Cirkus trailer launch party: ‘সার্কাস’-এর দল আর দল থাকল না! রোহিত জানালেন সত্যি কথাটি

Rohit Shetty at Cirkus trailer launch party: ‘সার্কাস’-এর দল আর দল থাকল না! রোহিত জানালেন সত্যি কথাটি

রোহিত শেঠির ছবি সার্কাস

Rohit Shetty at Cirkus Trailer Launch Party: রোহিত শেঠি পরিচালিত ছবি সার্কাসে অভিনয় করবেন রণবীর সিং থেকে পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ শর্মা, প্রমুখ।

সার্কাস ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানকে পারিবারিক অনুষ্ঠান বললেন ‘সার্কাস’ ছবির পরিচালক রোহিত শেঠি। এই অনুষ্ঠানে প্রযোজক ভূষণ কুমার থেকে পরিচালক রোহিত শেঠি সহ সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই এই অনুষ্ঠানে লাল রঙের পোশাক পরেছিলেন।

এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন ইউটিউবার আশিষ চঞ্চলনী। তিনি এই ছবির সমস্ত অভিনেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এই অনুষ্ঠানে। ‘সার্কাস’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছিলেন রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ শর্মা, জনি লিভার, সঞ্জয় মিশ্র, মুকেশ তিওয়ারি, রাধিকা বাঙ্গিয়া, বিজয় পাটকর, প্রমুখ। রণবীর এবং বরুণকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটি উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য কমেডি অব এররস'এর উপর ভিত্তি করে বানানো হয়েছে।

এই ছবির জন্য সমস্ত কলাকুশলীরা পরিচালক রোহিত শেঠির প্রসংশা করেছেন। কিন্তু রোহিত যেন সবার থেকে বিনয়ী ছিলেন এই প্রজেক্ট নিয়ে। যখন তাঁকে এই ছবির সেট এবং শ্যুটিং নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন তাঁরা সকলে একটি পরিবারের মতো হয়ে কাজ করেছেন। তিনি বলেন, 'আমার কোনও দল নেই, আমার একটা পরিবার আছে।'

এই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, তিনি তাঁর কেরিয়ারের শুরু থেকে এই ছবির কিছু কলাকুশলীর সঙ্গে কাজ করে চলেছেন। তাঁর কথায়, ' সিধু আমার সঙ্গে সেই গোলমাল ফান আনলিমিটেড ছবি থেকে একসঙ্গে কাজ করছেন। এই ছবিতে ও সত্তু সুপারির চরিত্রে অভিনয় করেছিল। সঞ্জয় আমার প্রথম ছবি জমিনে অভিনয় করেছিল। আমি তো ওকে বলেছিলাম চলো আবার একসঙ্গে কিছু মজা করা যাক। ব্রিজেশ এবং জনি লিভারও তখন থেকেই আমার সঙ্গে আছে। গত ১০-১৪ বছর ধরে আমার সঙ্গে আমার বিজ্ঞাপন এবং প্রযোজনা টিম কাজ করছে। ফলে এটা একটা পরিবার হয়ে গেছে এখন। আর দল নেই।'

সুলভা এই ছবির বিষয়ে বলেন, 'একটি পরিবার আরেকটি পরিবারের জন্য এই ছবি বানিয়েছেন গোটা পরিবার নিয়ে সবার এই ছবি দেখা উচিত।'

আগামী ২৩ ডিসেম্বর ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। এই ছবিটি দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। একটি গানে রণবীরের বিপরীতে তাঁকে দেখা যাবে।

বন্ধ করুন