দীপাবলি মানেই বলিউডের ধানাকাদার কিছু মুক্তি পাওয়ার সময়। এবারও তার অন্যথা হবে না। অন্যান্য একাধিক ছবির সঙ্গে বরাবরের মতো এবারেও দীপাবলির সময়ই মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টি পরিচালিত সিংঘম এগেন। এমনটাই আভাস দিলেন খোদ পরিচালক।
কী জানালেন রোহিত শেট্টি?
রোহিত শেট্টি পরিচালিত সিংঘম এগেন ছবিতে এবার মুখ্য ভূমিকায় দেখা যাবে একাধিক বলিউড তারকাকে। আছেন অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ এবং টাইগার শ্রফ। প্রথমে এই ছবিটি ১৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জানা গেল, না তখন আসছে না এই ছবিটি। বরং দীপাবলির সময়ই মুক্তি পাবে। ওই একই সময় মুক্তি পেতে চলেছে ভুল ভুলাইয়া ৩। ফলে বক্স অফিসে কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি অভিনীত এই ছবিটির সঙ্গে সিংঘম এগেনের যে টক্কর জমবে সেটা বলার অপেক্ষা রাখে না। ভুল ভুলাইয়া ৩ ছবিটিতে বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতও থাকবেন।
আরও পড়ুন: 'ও অ্যাক্টর, তুমি কত - শত ছল করে...' নচিকেতাকে মহানায়ক সম্মান! কটাক্ষ করে কী লিখলেন ঋত্বিক- কিঞ্জল?
কিন্তু কেন হুট করে এভাবে ছবির মুক্তি পিছিয়ে দিলেন রোহিত শেট্টি? ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, 'আমরা এতদিন দীপাবলির সময়ই এসেছি, এবারেও তাই আসব।' প্রসঙ্গত আপাতত রোহিত শেট্টিকে খাতরো কী খিলাড়ি ১৪ শোতে দেখা যাবে। বরাবরের মতো তিনি এবারেও এই শোয়ের সঞ্চালনা করবেন।