রোহিত শেট্টি অ্যান্ড টিমের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে ‘সার্কাস’-এর ট্রেলার। ছবিতে বরুণ শর্মা আর রণবীর সিং ডবল রোলে। নায়িকা চরিত্রে পূজা হেগড়ে আর জ্যাকলিন ফার্নান্ডেজ। তবে সার্কাস-এর সবচেয়ে বড় আকর্ষণ এর স্টারকাস্ট। রয়েছেন জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কালসেকর, মুকেশ তিওয়ারি।
সার্কাস-এর আরেক বড় হাইলাইট হল দীপিকা পাড়ুকোনের কেমিও। হাবি রণবীরের সঙ্গে যেমন স্ক্রিনশেয়ার করবেন তেমন করবেন নাচও। ট্রেলার লঞ্চ ইভেন্টে গোলমাল নিয়েও একটা বড় খবর শেয়ার করলেন পরিচালক রোহিত শেট্টি।
প্রথম পার্ট গোলমাল এসেছিল ২০০৬ সালে, এবং সুপার হিট হয়। এরপর ২০০৮ সালে আসে গোলমাল রিটার্নস। ২০১০ আর ২০১৭-তে আসে যথাক্রমে গোলমাল ৩ আর গোলমাল এগেইন। চারটে সিজনেই দেখা মিলেছে অজয় দেবগন, তুষার কাপুর আর আরশাদ ওয়ারসির। এছাড়াও গোলমাল সিরিজে অংশ হয়েছেন শরমন জোশি, শ্রেয়স তলপড়ে আর কুণাল খেমু। পরিচালনায় রোহিত শেট্টি।
আর ‘সার্কাস’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টেই রোহিতকে বলতে শোনা যায়, ‘বহুত স্টার্ট আদমি। আসবে গোলমালে।’ আর তার থেকেই ধারণা করা যাচ্ছে হয়তো এবার রণবীরকে নিজের গোলমাল সিরিজের প্রধান চরিত্রে নিয়ে আসবেন রোহিত।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তুষার কাপুর জানিয়েছিলেন, খুব জলদিই আসছে গোলমাল ৫। সঙ্গে তাঁর আশা এবারেও হয়তো তাঁকে নেওয়া হবে এই কমেডি সিরিজে।
রণবীরও এই ইভেন্টে জানালেন সার্কাসে কাজ করা তাঁর কাছে স্বপ্ন পূরণ হওয়ার মতো। কারণ গত ১৫ বছর ধরে তিনি গোলমাল সিনেমার বড় ভক্ত। ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সার্কাস