বাংলা নিউজ > বায়োস্কোপ > Rohit Shetty on Cirkus Failure: 'যুদ্ধ..জিতব বলে'- ফ্লপ ও দুর্ঘটনার পরেও মনোবল অটুট রোহিত শেঠির

Rohit Shetty on Cirkus Failure: 'যুদ্ধ..জিতব বলে'- ফ্লপ ও দুর্ঘটনার পরেও মনোবল অটুট রোহিত শেঠির

দুর্ঘটনার পর কোন বার্তা দিলেন রোহিত শেঠি

Rohit Shetty on Cirkus Failure: বক্স অফিসে সার্কাসের ভরাডুবি নিয়ে আবেগঘন পোস্ট করলেন রোহিত শেঠি। কিছুদিন আগে তাঁর আগামী ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সের সেটে তিনি আঘাত পান। বর্তমানে ফের কাজ ফিরেছেন, কিন্তু এখন তাঁর কী অবস্থা?

‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের সেট থেকে একটি ছবি শেয়ার করলেন রোহিত শেঠি। এই সিরিজের শেষ অংশটুকুর শ্যুটিং পুনরায় শুরু করলেন পরিচালক। কিছুদিন আগে তিনি শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হন, এমনকি তাঁর দুটো আঙুলে সেলাইও দিতে হয়। বর্তমানে তিনি হায়দ্রাবাদে ফের এই ছবির শ্যুটিং শুরু করেছেন। আর সেই কথা জানিয়েই সেট থেকে ছবি তুলে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

রোহিত তাঁর এই পোস্টে জানিয়েছেন যে তিনি এবং তাঁর গোটা টিম কীভাবে এই দুর্ঘটনার মোকাবিলা করে এগিয়ে চলেছেন। একই সঙ্গে তিনি তাঁর এই পোস্টে ‘সার্কাস’-এর ব্যর্থতা নিয়েও কথা বলেন। বক্স অফিসে ছবিটির কার্যত ভরাডুবি হয়েছে। রণবীর সিংকে দেখা গিয়েছিল এই ছবিতে। পরিচালকের এই পোস্টে সিদ্ধার্থ মালহোত্রা থেকে শুরু করে রবিনা টন্ডন, শিল্পা শেঠি অনেকেই রিঅ্যাক্ট করেছেন।

রোহিত যে ছবিটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে সেটা একটি ক্যান্ডিড ছবি। সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে আছে একটি নীল শার্ট এবং কালো সানগ্লাস। তিনি যে হাতে চোট পেয়েছেন সেটাকে সাপোর্ট দিয়ে রেখেছেন।

এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘সার্কাস থেকে সেটে আমার অ্যাকসিডেন্ট হওয়া, বিগত কয়েক সপ্তাহে আমি এবং আমার টিম অনেক কিছুর সাক্ষী থেকেছি। অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। আমরা উঠি, আমরা পড়ি। কিন্তু আমরা আবার উঠে দাঁড়াই, শুধু যুদ্ধটা লড়ব বলে নয়, সেটাকে জয় করব বলেও। ইন্ডিয়ান পুলিশ ফোর্সের শেষ অংশটুকুর শ্যুটিং করছি হায়দ্রাবাদে। এরপর সিংহম এগেইনের প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে।’

তাঁর এই পোস্টে সিদ্ধার্থ মালহোত্রা কমেন্ট করেন। তিনি লেখেন, 'কাম অন।' অভিনেত্রী রবিনা টন্ডন লেখেন, 'একদম ঠিক!' শিল্পা শেঠিও তাঁর এই পোস্টে কমেন্ট করেন।

তবে খালি সেলেবরা নন, পরিচালকের অনুরাগীরাও এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কেমন আছেন স্যার? ভালো থাকুন।' আরেক অনুরাগী লেখেন, 'সবসময় অনুপ্রেরণা দেন। আপনি আমার সব থেকে শক্তিশালী ফাইটার হিসেবে থাকবেন। লাভ ইউ।' আরেক ব্যক্তি লেখেন, 'ইশ্বর আপনাকে আরও শক্তি দিক।'

গত ৮ জানুয়ারি সিদ্ধার্থ মালহোত্রা একটি ছোট ভিডিয়ো পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে সেখানে দেখা যায় রোহিত শেঠি মাত্র ১২ ঘণ্টার মধ্যে সেটে ফিরে এসেছেন। তিনি সেই পোস্ট শেয়ার করে লেখেন, 'একজন সত্যিকারের পথপ্রদর্শক। আমরা সবাই তাঁর স্টান্টের প্রতি ভালোবাসা, প্যাশনের কথা জানি। আর গতকাল একটি গাড়ির স্টান্ট করতে গিয়েই তিনি গুরুতর আহত হন। একটি অ্যাক্সিডেন্টের মুখে পড়েন। একটা ছোট সার্জারি হয়। সারারাত ঘুমাননি পর্যন্ত। তবুও মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তিনি সেটে ফিরে এলেন। আপনি আমাদের সবার কাছে অনুপ্রেরণা। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা।'

‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়, শিল্পা শেঠি প্রমুখকে দেখা যেতে চলেছে। এটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। যদিও কবে মুক্তি পাবে ওয়েব সিরিজটি সেটা জানা যায়নি।

বায়োস্কোপ খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.