বিগত বেশ কয়েক বছরে সিনেমা যদি ধর্মীয় আঙ্গিকে তৈরি করা হয়, তাহলে কিছু না কিছু বিতর্ক তৈরি হবেই। বিতর্ক এড়াতে তাই এখন ভীষণ সাবধানে সিনেমার চিত্রনাট্য বেছে নিতে হয় পরিচালকদের। সিনেমা এবং ধর্ম, কেন আগে এই বিষয়ে বিতর্ক তৈরি হতো না? কেন এখন বেশি সাবধান হতে হয়? সবটাই নিজে নিজের মতামত জানালেন পরিচালক রোহিত শেট্টি।
গত ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সিংঘম এগেইন’। অজয় এবং করিনার চরিত্রটিকে রাম এবং সীতার আঙ্গিকে তৈরি করা হয়েছে। অর্জুনের চরিত্রটি রাবনের চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ‘সিংঘম এগেইন’ সিনেমায় রামায়ণের রেফারেন্স নিয়ে কথা বলতে গিয়ে ‘শোলে’ সিনেমার একটি দৃশ্যের কথা টেনে আনলেন রোহিত।
(আরও পড়ুন: 'লোকে দেখবে আর জ্বলবে…', অভিষেকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন! আগুনে ঘি ঢাললেন নিমরত)
রোহিত বলেন, ‘মানুষের এখন কিসে খারাপ লাগে, কখন বিতর্ক তৈরি হয়ে যায়, সেটা কেউ বলতে পারে না। আগে এই সমস্ত ব্যাপার নিয়ে মানুষ মাথাই ঘামাত না। ‘শোলে’ সিনেমায় ধর্মেন্দ্রর চরিত্রটি যখন মহাদেবের মূর্তির পিছন থেকে মহাদেব হয়ে কথা বলেন বাসন্তি অর্থাৎ হেমা মালিনীর সঙ্গে, সেই বিষয়টি কত সহজভাবে তখন দেখানো হয়েছিল। এখন এমন কোনও দৃশ্য তৈরি করতে গেলে রীতিমতো বিতর্ক তৈরি হয়ে যাবে।’
(আরও পড়ুন: ‘তোর কাঁধে মাথা রেখে…’, মেয়ে সারার জন্মদিনে মন উজার করল নীলাঞ্জনা, যিশু মঞ্চ থেকে ফোন লাগাল কাকে?)
‘সিংঘম এগেইন’ সিনেমায় রামায়ণের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, ‘রামায়ণের অ্যাঙ্গেল যদি মানুষের কাছে আপত্তিকর মনে হতো তাহলে প্রথমেই সমস্যা তৈরি হতো। কিন্তু তা হয়নি। আমরা খুব ভালো উদ্দেশ্য নিয়ে এই সিনেমাটি তৈরি করেছি যা মানুষ বুঝতে পেরেছে। এই সিনেমার বক্স অফিসের আয় সেই কথাটি বারবার প্রমাণ করে দেয়। তবে এটাও ঠিক, এখন কোনও ধর্মীয় বিষয় সিনেমায় রাখতে গেলে বারবার চিন্তাভাবনা করতে হয়।’