বিয়ে করেননি, তবে জীবনে অসংখ্য প্রেম করেছেন। তবে গত দু'বছর তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গল’ অর্থাৎ একা। সম্প্রতি রিয়া চক্রবর্তীর শো চ্যাপ্টার ২-এর প্রথম পর্বে হাজির হয়ে নিজেরর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন সুস্মিতা সেন। নাহ সুস্মিতার কথা অনুযায়ী এই মুহূর্তে রোমান শলের সঙ্গেও সম্পর্কে নেই তিনি। রোমানের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই বন্ধুত্বের।
প্রাক্তন প্রেমিকার এই মন্তব্যে মুখ খুললেন রোমান শল। সুস্মিতার এমন কথায় ঠিক কী বললেন তিনি?
সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডের সাথে কথা বলার সময়, রোহমান শাল বলেছিলেন, ‘বো তো ৬ সাল সে সাথ মে হ্যায়। ইসমে নয়া কেয়া হ্যায়? (আমরা ছয় বছর ধরে একসঙ্গে আছি। এতে নতুন কী?) আমরা সবসময় বন্ধু ছিলাম এবং এটা সবসময়ই থাকবে। আমাদের মধ্যে যে স্পেশাল কিছু আছে, সেটাও দৃশ্যমান।’ যদিও সুস্মিতা সম্প্রতি সাফ জানিয়েছেন, তিনি এই মুহূর্তে কাউকে ডেট করতে আগ্রহী নন। তবে রোমান বলছেন অন্যকথা।
ঠিক কী বলেছেন সুস্মিতা?
রিয়া চক্রবর্তী শোয়ে এসে সুস্মিতা বলেন 'এই মুহূর্তে আমার জীবনে কোনোও পুরুষ নেই। বহুদিন ধরেই আমি সিঙ্গল। তা প্রায় দু'বছর হয়ে গেল আমি সিঙ্গল, ২০২১ সাল থেকে... আমি কোনও সম্পর্কে নেই। আমার জীবনে কিছু অবিশ্বাস্যরকম চমৎকার মানুষ আছেন যাঁরা আমার বন্ধু। তাঁরা সকলেই এক মুহূর্তের জন্য অপেক্ষা করছেন কখন আমি ওদের ফোন করে বলব, দেখো, আমি গাড়ি বের করছি, পেছনের সিটে বসো। আমরা গাড়ি চালিয়ে গোয়ায় যাব।'
এরপরই রিয়া সুস্মিতাকে প্রশ্ন করেন, কারোর প্রতি কি কোনও ভালোলাগা আছে? উত্তরে সুস্মিতা বলেন, ‘এই মুহূর্তে আমি কারও প্রতি আগ্রহী নই। বিরতি নেওয়ার মূল কারণ আমি প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলাম। আর সেটা ছিল অনেকটা লম্বা সময়।’
এদিকে গতবছর হঠাৎই ললিত মোদী দাবি করেছিলেন, তিনি সুস্মিতার সঙ্গে ডেট করছেন বিয়েও করবেন। এই দাবিতে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। যদিও পড়ে নাম না করে সেই খবর নসাৎ করে দেন সুস্মিতা নিজেই। 'ললিত কথা' অস্বীকার করে ফের প্রাক্তন রোমান শলের হাত ধরেই ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে। আর তাতেই লোকজনের ধারণা হয়েছিল, সুস্মিতার জীবনে হয়ত ফের রোমানই ফিরে এসেছেন। এমনকি সুস্মিতা যখন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তখনও তাঁর পাশে ছিলেন রোমান। তবে নাহ, এ সম্পর্ক প্রেমের নয়, নেহাতই বন্ধুত্বের।