প্রাক্তনের নতুন কাজে উৎসাহ দিলেন রহমান শল। নিশ্চয় ভাবছেন ইনি কে? তাহলে জানাই অভিনেত্রী সুস্মিতা সেনের প্রাক্তন প্রেমিক হলেন রহমান। কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে আরিয়া ৩। এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। সেটারই টিজার ভিডিয়ো কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে। এবার নিজের মতামত জানিয়ে সেটাকে শেয়ার করলেন রহমান। শুধু তাই নয়, এই পোস্টের কমেন্টে সেকশনে তাঁদের রীতিমত বাক্যবিনিময় করতে দেখা যায়। আগামীতে ডিজনি প্লাস হটস্টারে এই ওয়েব সিরিজ দেখা যাবে।
রহমান ইনস্টাগ্রামে সুস্মিতা সেন অভিনীত আরিয় ৩ এর টিজার শেয়ার করেন। সেখানে অভিনেত্রীকে একটি কালো টপ এবং একটি বড় রোদচশমা পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর হাতে সিগার ধরা। আর পাশে একটি বন্দুক রাখা। রহমান যে ভিডিয়ো কোলাজ পোস্ট করেছেন সেখানে তাঁর রিঅ্যাকশন ধরা পড়েছে। এই ভিডিয়োতে প্রথমে তাঁর মুখে নরমাল রিঅ্যাকশন দেখা গেলেও, যেই মুহুর্তে তিনি স্ক্রিনে অভিনেত্রীকে দেখতে পান অমনি তাঁর অভিব্যক্তি পাল্টে যায়। তাঁকে দেখেই বোঝা যায় যে সুস্মিতার এই লুক দেখে তিনি মুগ্ধ।
আরিয়া ৩ এর টিজার ভিডিয়োর এই প্রতিক্রিয়া ভিডিয়ো পোস্ট করে তিনি ইনস্টাগ্রামে লেখেন, 'ভাই এটা তো হতেই হতো! আমি জানি আপনাদেরও এই একই রিঅ্যাকশন ছিল টিজার দেখে। আরও এগিয়ে চলো সুস্মিতা। চক দে ফাট্টে!' এছাড়া তিনি এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন। সেখানে তিনি লেখেন সব থেকে বড় ভক্ত, আরিয়া ৩, রিলস, ইত্যাদি।
সুস্মিতা তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ' খুব মিষ্টি।' এতে আবার রহমান উত্তর দিয়ে লেখেন 'ভীষণ হট!' তাঁদের এই বাক্যালাপ দেখে এক অনুরাগী কমেন্ট করেন। তিনি লেখেন, ' কী চলছে এসব?' এর উত্তরে রহমান লেখেন, ' আরিয়ার শ্যুট চলছে।' এই পোস্টে অভিনেত্রী করিশ্মা লালা শর্মা লেখেন, ' আগুন।'
আরও বহু ব্যক্তি এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'হাহা, কী ব্যাপক এক্সপ্রেশন!' আরেক ব্যক্তি লেখেন, 'আপনি ভীষণ পজিটিভলি জীবনটাকে দেখেন।' আরেক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মতে, 'সুস্মিতা সবসময়ই আগুন ঝরান!'
কিছুদিন আগেই সুস্মিতা তাঁর এই আগামী কাজের টিজার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি সেই পোস্টে লেখেন, 'সে আবার ফিরে এসেছে। সে মানে ব্যবসা। ডিজনি প্লাস হটস্টারের আরিয়া ৩। এখন শ্যুটিং চলছে।' তাঁর বহু অনুরাগীরা এই খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মেয়ে রেনে সেন এই পোস্টে কমেন্ট করে লেখেন, ' দুর্দান্ত!'
২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। রহমান পেশায় একজন মডেল। তাঁদের ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল। তাঁদের ব্রেকআপের সময় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ' আমরা বন্ধু হিসেবেই আমাদের সফর শুরু করেছিলাম, আমরা বন্ধু হয়েই রইলাম। সম্পর্কটা শেষ হল। কিন্তু ভালোবাসা থেকেই গেল।' এখনও তাঁদের মধ্যে ভালো সম্পর্ক আছে। রহমানের সঙ্গে সুস্মিতার পরিবারের ভালো বন্ডিং আজও আছে। তাঁরা এখনও খুব ভালো বন্ধু।