বাংলা নিউজ > বায়োস্কোপ > মহামারীতে হারিয়েছেন সিকিউরিটি এজেন্সির ক্লায়েন্ট, রণিতের পাশে ছিলেন অমিতাভ-অক্ষয়

মহামারীতে হারিয়েছেন সিকিউরিটি এজেন্সির ক্লায়েন্ট, রণিতের পাশে ছিলেন অমিতাভ-অক্ষয়

রণিত রায়

বলিউডের এতগুচ্ছ তারকা রণিতের ওপর ভরসা করতেন দেহরক্ষীর বিষয়। একটি সিকিউরিটি এজেন্সি চালান অভিনেতা। কিন্তু করোনা কালে অমিতাভ এবং অক্ষয় ছাড়া কোনও তারকাই পাশে ছিলেন না অভিনেতার। 

অভিনেতা রণিত রায়ের সিকিউরিটি এজেন্সির নাম ‘এস সিকিউরিটি’ (Ace Security)। বলিউডের বহু তারকার জন্য সিকিউরিটি এজেন্সির থেকে দেহরক্ষী প্রদান করেন তিনি। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, করোনার জেরে বহু তারকা ক্লাইন্টকে হারিয়েছেন তিনি। পাশাপাশি এটাও জানিয়েছেন, শুধুমাত্র অভিনেতা অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার তাঁর পাশে ছিলেন এই পরিস্থিতিতে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল, ফার্ম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কর্মচারীদের বেতন ভাতায় পরিণত হয়েছিল। কারণ তাঁদের তহবিলের প্রয়োজন ছিল।

এক দৈনিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণিত জানিয়েছেন, করোনার কারণে প্রচুর প্রভাব পড়েছে তাঁর জীবনে। ২০২০ সালে মার্চে লকডাউনের পর সিকিউরিটি এজেন্সি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তিনি জানান। তিনি এবং তাঁর স্ত্রী নীলম একসঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বেশ কিছু কর্মচারীর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। কারও মা অসুস্থ ছিলেন। তিনি তাঁদের কর্মসূচীতে বেশি করে রাখার চেষ্টা করেছিলেন। ‘বেশিরভাগ আমার ক্লাইন্ট বলতে গেলে তারকারা সবাই হাত তুলে নিয়েছিল। তবে শুধুমাত্র অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার লকডাউ ওই পরিস্থিতিতে পাশে ছিলেন’। যেই কারণে তিনি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এরপর কাজ চালু হতেই ১১০ জন মাত্র কাজে যোগ দিয়েছিল। বাকি ৪০ জন তাঁদের গ্রামের বাড়ি থেকে ফিরে আসতে চায়নি। তিনি তাদের আর্থিক চাহিদার যত্ন নিলেও তাঁদের ‘উদাসীনতা’ দেখে তিনি হতবাক হয়ে যান এবং এখন এজেন্সি পরিচালনার পদ্ধতি পরিবর্তন করেছেন তিনি। রণিত জানিয়েছেন, ‘আমি এজেন্সি আবার চালু করলাম কিন্তু এমনভাবে যেন এখন রোস্টারে কেউ নেই; আমরা কর্মীদের বেতন দেওয়ার কিছু উপায় তৈরি করেছি’।

চলে যাওয়া ক্লায়েন্টদের কেউ আবার তাঁর সঙ্গে কাজ করতে চায় কিনা জানতে চাইলে রণিত বলেন, ‘সেই ক্লায়েন্টদের অর্থের অভাব নেই। তাঁদের মধ্যে কয়েকজন আমার সঙ্গে আবার কাজ করতে চায় কিন্তু আমি তাঁদের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছি’।

টেলিভিশনে জনপ্রিয় তারকা ছিলেন রণিত। কাসৌটি জিন্দাগি কে এবং কিউকি সাস ভি কভি বহু থি মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। উড়ান, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, টু স্টেটস এবং কাবিলের মতো ছবিতেও অভিনয় করেছেন।

 

 

বন্ধ করুন
Live Score