টেলিভিশন, সিনেমা থেকে ওয়েব সিরিজ, তিন মাধ্যমেই পরিচিত মুখ অভিনেতা রণিত রায়। বিশেষত 'নেতিবাচক' চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন রণিত। যদিও সোশ্যাল মিডিয়ায় খুব বেশি তাঁকে দেখা যায় না। তবে সেই রণিত রায়ের সাম্প্রতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে রূপালি গঙ্গোপাধ্যায় সহ অনেকেই তাঁকে প্রশ্ন করে বসেছেন, কী ঘটেছে?
ঠিক কী লিখেন রণিত রায়?
রণিত রায়ের পোস্টে বিশ্বাসঘাতকতার ইঙ্গিত মিলেছে বলেই মনে করছেন নেটনাগরিকরা। রণিত লিখেছেন, ‘ ভাই...ব্রো, এই শব্দগুলো সম্পূর্ণ অর্থ হারিয়ে ফেলেছে। যখন কেউ আমাকে ফোন করে, আমি তাঁর কথাগুলিকে গুরুত্ব সহকারে নিই। তবে তারপরে তাঁরা আমার সঙ্গে এমন কিছু করেন, যা আমি আমার শত্রুর সঙ্গেও করব না। কষ্ট লাগে। কিন্তু ঠিক আছে, এটা ওঁদের ভুল, আমার নয়।’
পোস্টের ক্যাপশানে রণিত আরও লিখেছেন, ‘টাকা, স্ট্যাটাস, হারানো সমস্ত উপকরণ ফিরে পাওয়া যাবে। তবে সময়, ভালোবাসা, সম্মান, সম্পর্ক একবার নষ্ট হলে তা কখনও ঠিক হয়না। কখনো হতে পারে না। অন্তত আগের মতো তা কখনওই হয় না।’
আরও পড়ুন-'বাবার টাকাকে কখনওই নিজের মনে করি না…', নতুন শুরুর কথা কেন বললেন উদিত পুত্র আদিত্য
রণিত রায়ের এই পোস্টের নিচে তাঁর সহকর্মীরা অনেকেই কমেন্ট করেছেন। বর্তমান কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি প্রশ্ন করেছেন, 'কী হয়েছে?' প্রসঙ্গত স্মৃতি একসময় ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ধারাবাহিকে রণিত রায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীর্ঘ সময়। অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘অনুভব করতে পারছি, এক চিমটি নুন ছড়িয়ে দিয়ে, এগিয়ে যান।’ অনুজ সচদেভা রণিতের সঙ্গে সহমত প্রকাশ করে বলেন, ‘ঠিকই বলেছেন, আজকাল এই শব্দগুলোর কোনও অর্থ নেই।’
এছাড়াও নেটনাগরিকদের অনেকেই রণিত রায়ের সঙ্গে সহমত হয়েছেন। তবে তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছে, তিনি কেন এমন পোস্ট করেছেন, তার উত্তর মেলেনি।